Arpita Mukherjee: দুই ফ্ল্যাটেই ‘হাফ-সেঞ্চুরি'! পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে সোনা, কয়েন, দলিল।
1/6অর্পিতার ২ ফ্ল্যাটেই ‘হাফ-সেঞ্চুরি'! ৫০ কোটি টাকার সঙ্গে উদ্ধার সোনা, কয়েন, দলিল।
2/6‘হাফ সেঞ্চুরি’ করে ফেলল অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট। পার্থ চট্টোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
3/6গত সপ্তাহে টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল সোনা, বিদেশি মুদ্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। (ছবি সৌজন্যে এএনআই)
4/6বুধবার টালিগঞ্জ ফ্ল্যাটের অঙ্কটা পেরিয়ে যায় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট। ইডির এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, '২৭ কোটি ৯০ টাকা, প্রায় পাঁচ কিলোগ্রাম সোনা, রুপোর কয়েন, দলিল এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে।'
5/6বেলঘরিয়ার আবাসন কমিটির সম্পাদক অঙ্কিত চুরারিয়াও জানিয়েছেন, ২৭.৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে পাঁচ কিলোগ্রামের মতো সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
6/6অর্পিতার দুই ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। যে টাকা স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) হেড অফিসে জমা পড়েছে। গত সপ্তাহের প্রায় ২২ কোটি টাকা সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এবারের প্রায় ২৮ কোটি টাকাও ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা রাখা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম)