India vs South Africa, T20 World Cup 2024 Final: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ইতিহাস গড়লেন আর্শদীপ সিং।
1/5 ব্রিজটাউনে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ভারত। সেই সুবাদে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনে কম-বেশি অবদান রয়েছে সকলেরই। তবে আলাদা করে আর্শদীপ সিংয়ের কথা উল্লেখ করতেই হয়। কেননা আর্শদীপ সিং শুধু ভারতের বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যে পরিণত হন এমন নয়, বরং দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে মাঠ ছাড়েন। এই নিরিখে তিনি বসে পড়েন আফগান পেসার ফজলহক ফারুকির পাশে। ছবি- পিটিআই।
2/5 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন আর্শদীপ সিং। তিনি সাজঘরে ফেরান কুইন্টন ডি'কক ও এডেন মার্করামকে। ২টি উইকেট নেওয়ার সুবাদে দুর্দান্ত নজির গড়েন আর্শদীপ। যদিও এককভাবে নয়, বরং ফারুকির সঙ্গে যুগ্মভাবে ইতিহাসে নাম লেখান তিনি। আসলে একটি টি-২০ বিশ্বকাপের আসরে সব থেকে বেশি উইকেট নেওয়ার নিরিখে ফজলহকের বিশ্বরেকর্ডে ভাগ বসান আর্শদীপ। ছবি- পিটিআই।
3/5 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ১টি উইকেট নেন আফগান পেসার ফজলহক ফারুকি। সেই সুবাদে তিনি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে একটি টি-২০ বিশ্বকাপের আসরে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েন। হাসারাঙ্গা ২০২১ টি-২০ বিশ্বকাপের ৮টি ম্যাচে বল করে সাকুল্যে ১৬টি উইকেট দখল করেন। ফারুকি ২০২৪ টি-২০ বিশ্বকাপের ৮টি ম্যাচে বল করে সাকুল্যে ১৭টি উইকেট সংগ্রহ করেন। এবার আফগান তারকার সঙ্গে একাসনে বসে পড়লেন আর্শদীপ। ছবি- আইসিসি টুইটার।
4/5 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ২টি উইকেট নেওয়ার সুবাদে এবারের টি-২০ বিশ্বকাপে আর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭টি। তিনি ৮টি ম্যাচে বল করে এই ১৭টি উইকেট সংগ্রহ করেছেন। সুতরাং, এবার থেকে একটি টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার নিরিখে বিশ্বরেকর্ড যুগ্মভাবে লেখা থাকবে আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের আর্শদীপ সিংয়ের নামে। ছবি- পিটিআই।
5/5 এবারের টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সবার আগে নাম রয়েছে ফজলহক ফারুকি ও আর্শদীপ সিংয়ের। দু'জনেই ৮টি করে ম্যাচে বল করে ১৭টি করে উইকেট নিয়েছেন। তাঁদের পিছনে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ (৮ ম্যাচে ১৫টি উইকেট) ও দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া (৯ ম্যাচে ১৫টি উইকেট)। ছবি- এপি।