ব্যক্তিগত জীবনে নয়া ইনিংস শুরু করতে চলেছেন বাংলার পুরুষ ক্রিকেট দলের কোচ অরুণ লাল। দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন প্রাক্তন ভারতীয় তারকা। সামাজিকভাবে বিয়ের আগে রবিবার দু'জনের গায়ে হলুদ পর্ব সম্পন্ন হল। দেখে নিন, সেই অনুষ্ঠানের ছবি -
1/4শুরু হয়ে গেল অরুণ লালের বিয়ের কাউন্টডাউন। রবিবার বাংলার ক্রিকেট দলের কোচ এবং তাঁর হবু স্ত্রী বুলবুল সাহার গায়ে হলুদ পর্ব সম্পন্ন হল। (ছবি সৌজন্যে সংগৃহীত)
2/4প্রথম স্ত্রী'র অনুমতি নিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৬৬ বছরের অরুণ লাল। আগামী ২ মে কলকাতার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেজন্য রবিবার রীতি মেনে গায়ে হলুদ হয়। (ছবি সৌজন্যে সংগৃহীত)
3/4গায়ে হলুদের অনুষ্ঠানে হাজির ছিলেন মূলত বুলবুলের পরিবারের সদস্যরা। সেখানে একেবারে রীতি মেনে গায়ে হলুদ বাংলার কোচ এবং তাঁর হবু স্ত্রী'র। হলুদ পোশাকে দু'জনেই দারুণ মেজাজে ছিলেন। দু'জনে একসঙ্গে খেতেও বসেন। (ছবি সৌজন্যে সংগৃহীত)
4/4২ মে'র অনুষ্ঠানের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পরিবারের সদস্য, বাংলার ক্রিকেটারদেরও। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)