বাংলা নিউজ > ছবিঘর > Arvind Kejriwal: তিনি 'যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে দুনিয়ায় কেউ সৎ নয়', আবগারী দুর্নীতি মামলায় তলবের পর সরব কেজরিওয়াল

Arvind Kejriwal: তিনি 'যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে দুনিয়ায় কেউ সৎ নয়', আবগারী দুর্নীতি মামলায় তলবের পর সরব কেজরিওয়াল

কটাক্ষের সুরে কেজরিওয়াল বলেন,'যদি সিবিআইকে বিজেপি বলে থাকে, আমাকে গ্রেফতার করতে, আমি তাহলে তা কী করে অমান্য করি?' তিনি বলছেন, ‘কোনও দুর্নীতিই যখন হয়নি, তখন অত্যাচার করা হচ্ছে যাতে ভয় দেখিয়ে বিবৃতি বের করা যায়।’