শনিবারের আগে হয়ত মন্নতে ফিরতে পারবেন না আরিয়ান খান। জামিন পেলেও জামিনের বিস্তারিত রায় এখন জারি করেননি বিচারপতি নীতিন সাম্বরে।
1/8ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সেশন কোর্টে ধাক্কা খেয়েছিল শাহরুখ পুত্র। তবে হাই কোর্ট স্বস্তি ছিল আরিয়ান খানকে। গত ২রা অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার হন আরিয়ান খান। তারপর থেকেই গোটা দেশের নজর ছিল এই হাই প্রোফাইল মামলায়। ২৬ দিন পর মাদক কাণ্ডে জামিন পেল আরিয়ান খান।
2/8এদিন আরিয়ান সহ এই মামলার অপর দুই সহ অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত। কিন্তু তিনজনের কেউই আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না। বৃহস্পতিবারের রাতটাও জেলেই কাটবে শাহরুখ-গৌরী পুত্রের।
3/8জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেয়নি আদালত। আগামিকাল জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানাবেন বিচারপতি নীতিন সাম্বরে। সেই রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার পর অভিযুক্তদের রেহাই প্রক্রিয়া শুরু করা যাবে। সূর্যাস্তের আগে যাবতীয় প্রক্রিয়া শেষ না হলে আগামিকালও জেল কর্তৃপক্ষ রেহাই দেবে না তাঁদের।
4/8সুতরাং এখনই মন্নতে ফেরা হচ্ছে না আরিয়ান খানের। আগামী কয়েকঘন্টা জেলেই কাটবে তাঁর সময়। তবে খুব দেরি হলেও শনিবার অবশ্যই ঘরে ফিরবে শাহরুখের ছেলে। (HT_PRINT)
5/8এদিন আরিয়ানের হয়ে কোর্টে সওয়াল করেন মুকুল রোহাতগি। লন্ডন থেকে উড়ে এসেছেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। ছেলেকে জেলের বাইরে আনতে দুঁদে আইনজীবীদের ফৌজ দাঁড় করিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। অমিত দেশাই, সতীশ মানেশিন্ডের মতো সিনিয়র আইনজীবীরাও এই দলে শামিল রয়েছেন। (ANI Photo) (Deepak Salvi)
6/8আরিয়ান খানের বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮(সি), ২০বি (মাদক কেনা), ২৭ (মাদক সেবন), ২৮ (অপরাধের চেষ্টা), ২৯ (ষড়যন্ত্র) এবং ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করেছে এনসিবি।
7/8আরিয়ানের ঘরে ফেরার অপেক্ষায় প্রায় এক মাস যাবত প্রহর গুনছেন গৌরী। সূত্রের খবর, মন্নতে মিষ্টি ঢোকা বন্ধ করে দিয়েছেন গৌরী, শাহরুখ-পত্নীর করা নির্দেশ আরিয়ান বাড়ি না ফিরলে মিষ্টিজাতীয় কোনও পদ বাড়িতে রান্নাও হবে না, বাইরে থেকে আনাও হবে না।
8/8ছেলের জন্য গৌরীর এই কঠিন পণ অবশেষে কাজে এল। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই মন্নতে ফিরছে আরিয়ান খান।