Apple iPhone 14 শীঘ্রই বাজারে আসবে। আর তার সঙ্গে সঙ্গে Apple-এর পুরানো আইফোনগুলির দাম কমতে পারে। ফলে iPhone 12 এবং iPhone 12 Mini-র দাম অনেকটাই কমে যাবে।
1/5আইফোন কিনতে আর ‘কিডনি বেচতে' হবে না। একটু সঞ্চয় করলেই এখন আইফোন হাতের নাগালে। কেন? ফাইল ছবি: রবীন সিনহা/এইচটি টেক (Jhinuk Sen/HT Tech)
3/5iDropNews অনুসারে, Apple iPhone 11-এর বিক্রি বন্ধ হয়ে যাবে। iPhone SE 2022-এর মধ্যে দ্বন্দ্ব কমাতেও এটা করা হতে পারে। দুটোরই দাম প্রায় কাছাকাছি, কিন্তু বেশিরভাগ ব্যক্তিই এখনও এই দামে iPhone 11-এর দিকেই ঝোঁকেন। ছবি: আনস্প্ল্যাশ (Jhinuk Sen/HT Tech)
4/5দাম তো কমবেই। তাছাড়া বিভিন্ন অনলাইন শপিং পোর্টালে এক্সচেঞ্জ অফারও পাবেন। ফলে পুরনো ফোনের জন্য বেশ কিছুটা ছাড়ও পাবেন। ফলে আরও সস্তা হয়ে যাবে। ছবি: আনস্প্ল্যাশ (Jhinuk Sen/HT Tech)
5/5বর্তমানে iPhone 12 Mini-র দাম ৫২,৯০০ টাকা। দাম কমার পর সেটা ৪৪,৯০০ টাকা হয়ে যেতে পারে। অর্থাত্ iPhone 11-এর মতোই দাম হয়ে যাবে। তাই কম বাজেটের মধ্যে আইফোন কেনার পরিকল্পনা থাকলে কয়েকদিন অপেক্ষা করে যান। অনেক টাকা বেঁচে যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Jhinuk Sen/HT Tech)