বাংলা নিউজ > ছবিঘর > রাস্তার ধারে সারি সারি মৃতদেহ! 'মারিউপোলে তৈরি টর্চার চেম্বার',অভিযোগ জেলেনস্কির

রাস্তার ধারে সারি সারি মৃতদেহ! 'মারিউপোলে তৈরি টর্চার চেম্বার',অভিযোগ জেলেনস্কির

যুদ্ধ শুরুর ৫৪ দিন পরও কিয়েভ দখল করতে সক্ষম হয়নি রাশিয়া।  তবে ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল রুশ দখলে গিয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। এই আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করলেন যে রাশিয়া আম জনতার উপর আর্টিলারি ব্যবহার করে গোলা বর্ষণ করছে। পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’ চালানোয় রাশিয়াকে তোপ দাগেন জেলেনস্কি। 

অন্য গ্যালারিগুলি