Durnibar-Oindrila-Meenakshi: মাস খানেকেই মীনাক্ষীতে মোহভঙ্গ দুর্নিবারের, এবার মোহরের সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি। দুর্নিবারের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী।
1/7সব প্রেম কাহিনির কি ‘হ্যাপি এন্ডিং’ হয়? শুরুর সঙ্গে সঙ্গেই শেষ যায় অনেক প্রেমের গল্প! ২০২১ সালের মার্চ মাসে ধুমধাম করে বিয়ে করেছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে বছর ঘুরতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। (ছবি-ফেসবুক)
2/7বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছিল দুর্নিবারের নতুন প্রেমের খবর। মাস ঘুরতেই নতুন প্রেমের খবরে শিলমোহর দিয়েছিলেন গায়ক। গত বছর জুলাই মাসেই প্রকাশ্যে আসে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজস্ব জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা ওরফে মোহরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দুর্নিবার। আর নতুন বছরের শুরুতেই বিয়ের খবর শোনালেন দুজনে। (ছবি-ফেসবুক)
3/7দুর্নিবার-মোহরের বিয়ের খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা। এবার জুটিকে শুভেচ্ছা জানালেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী। দু-বছর আগে যাঁর হাতে সিঁদুর পরেছিলেন, এবার সে অন্য কারুর সঙ্গে ঘর বাঁধছে। মীনাক্ষী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ওঁরা বিয়ে করছেন সেটা খুবই ভালো খবর। ভালোবাসা এবং প্রেম, এগুলো খুবই ভালো জিনিস। যদি দু'টো মানুষ ভালোবাসায় থাকে… প্রেমে থাকে, তাহলে সেটা তো ভীষণ ভালো ব্যাপার। অন্তর থেকে ওদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি'। (ছবি-ফেসবুক)
4/7২০২১ সালে সামাজিক বিয়ে করলেও ২০১৭ সালেই কাগজে কলমে বিয়ে সেরে ফেলেছিলেন দুজনে। দুর্নিবার-মীনাক্ষীর প্রেমের শুরুটা ২০১৫ সালে। টিভির পর্দায় রিয়ালিটি শো-র মঞ্চে দুর্নিবারের গান শুনে প্রেমে পড়েছিলেন মীনাক্ষী। পরে সেই প্রেম পূর্ণতা পায়। যদিও সেটি ছিল সাময়িক। (ছবি-ফেসবুক)
5/7আগামী ৯ই মার্চ সাত পাক ঘুরবেন মোহর-দুর্নিবার। কেমনভাবে শুরু এই প্রেমের কাহিনি? এক সাক্ষাৎকারে দুর্নিবারের হবু স্ত্রী জানান, '২০২১-এর ডিসেম্বরে সামপ্লেস এলসে একটা শো শুনতে গিয়েছিলাম, সেখানেই আলাপ। ফোন নম্বর চালাচালি হয়,তবে কথা হয়নি। এরপর দু-মাস পর এক ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখা। তখন আমি ওকে জিজ্ঞাসা করি পার্কস্ট্রিটের সেই পাবে যাবে কিনা, ও আমার কাছে জানতে চায় লক্ষ্মীছাড়ার শো শুনতে যাব কিনা'।
6/7ভাঙা সম্পর্ক এবং ফের প্রেমে পড়া নিয়ে কী ভাবনা গায়কের? দুর্নিবার জানান, ‘কিছু সম্পর্ক যে ঠিক নয়, তা বোঝার পর একটা জায়গায় এসে মনে হল এতদিনে আমার হাতটা শক্ত করে ধরে রাখছে কেউ। মোহর আমার জীবনের সেই মানুষটা। …. সম্পর্কে এতটা ঠিক নিজেকে কোনওদিন মনে হয়নি’।
7/7ঐন্দ্রিলার জীবনেও প্রথম মনের মানুষ নন দুর্নিবার। শোনা যায়, এর আগে অভিনেতা রাহুল বোসের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে বেশিদিন টেকেনি সম্পর্ক। কিন্তু আজও দুজনে ভালো বন্ধু।