Lata Mangeshkar: সাংসদ হলেও সাভরকর অনুগামী লতা মঙ্গেশকর নিতেন না ভাতা, নিজেকে মনে করতেন ‘অযোগ্য’
Updated: 07 Feb 2022, 05:54 PM ISTগতকাল প্রয়াত হয়েছেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোক প্রকাশ করেন সব রাজনৈতিক দলের নেতা। তবে বহুকাল ধরেই বামপন্থীদের পছন্দের পাত্রী ছিলেন না লতা। কারণ তিনি ছিলেন গেরুয়া শিবির ঘনিষ্ঠ। সংসদেও বিজেপি সরকার মনোনীত করেছিল লতাকে। এক নজরে রাজনৈতিক লেন্সের মাধ্যমে দেখুন কেমন ছিল গায়িকার জীবন:
পরবর্তী ফটো গ্যালারি