Bangladeshi infiltrators: গত ৩৯ বছরে ৩০ হাজারের বেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফিরিয়েছে অসম, মুখ খুলল হিমন্ত সরকার
Updated: 28 Aug 2024, 01:03 PM ISTঅসমের মন্ত্রী অতুল বোরা জানান, ‘ অসম চুক্তির পর থে... more
অসমের মন্ত্রী অতুল বোরা জানান, ‘ অসম চুক্তির পর থেকে এখনও পর্যন্ত ৩০,১১৩ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছে।’
অসমের মন্ত্রী অতুল বোরা জানান, ‘ অসম চুক্তির পর থেকে এখনও পর্যন্ত ৩০,১১৩ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছে।’ অসমে সীমান্ত এলাকা রক্ষা, উন্নয়ন ও অসম চুক্তি মোতায়েন সম্পর্কিত মন্ত্রকের মন্ত্রী। উল্লেখ্য, ১৯৮৫ সালে সম্পন্ন হয়েছে অসম চুক্তি। এর আগে, অসমে বাংলাদেশি শরণার্থীদের বেড়ে চলার ঘটনার প্রতিবাদ করে চলেছিল ৬ বছরের আন্দোলন। তারপরই আসে এই অসমচুক্তি। (প্রতীকী ছবি)
(AP) পরবর্তী ফটো গ্যালারি