রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে ইতিপূর্বেই অল্পবয়সিদের জন্য এই টিকা প্রয়োগ বন্ধ করেছে ইউরোপের একাধিক দেশ।
1/5স্থগিত করা হোক ষাটোর্ধ্বদের জন্যও। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে এমনই মত দিল ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি(EMA)। রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে ইতিপূর্বেই অল্পবয়সিদের জন্য এই ওষুধ প্রয়োগ বন্ধ করেছে ইউরোপের একাধিক দেশ। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5রবিবার ইউরোপীয় ইউনিয়নের(EU) ওষুধের নিয়ন্ত্রক সংস্থা জানায়, নতুন করোনা টিকার বিকল্প এসে গিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে রক্ত জমাট বাঁধা নিয়ে আশঙ্কা রয়েছে। তাই ষাটোর্ধ্বদের উপরেও এই টিকা প্রয়োগ করা এড়ানো উচিত্। বলল ইএমএ। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5ইতিমধ্যেই বেশ কিছু দেশে এই স্থগিতাদেশ জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্স ও জার্মানিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা সকলের জন্যই স্থগিত হতে পারে। ইতালি শুক্রবার জানায় শুধুমাক্র ষাটোর্ধ্বদেরই এই টিকা দেওয়া হবে। সম্প্রতি টিকা গ্রহণের পর বিরলতম রক্ত জমাটের ঘটনায় এক কিশোরের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেয় ইতালি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5গত মার্চে ইউরোপের একাধিক দেশে বন্ধ হয়ে যায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ব্যবহার। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ভারতে নাম Covishield । উত্পাদন করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়ে প্রায় ১০০ কোটি ডোজ উত্পাদন করছে সিরাম ইনস্টিটিউট। কোভ্যাক্সিনের পাশাপাশি ভারতে চলছে কোভিশিল্ডেরও প্রয়োগ। শুধু ভারত নয়, কোভিশিল্ড অর্ডার করেছে একাধিক দেশ। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)