এই ছবিতে একসঙ্গে রয়েছে বেশ কয়েকটি প্রাণী। কোনটি আপনার চোখে প্রথমেই ধরা পড়ছে, তার উপর নির্ভর করছে আপনার ভাগ্য। এমনই বলছে ভাইরাল পোস্ট। সত্য-মিথ্যার চর্চা দূরে সরিয়ে রেখে আপাতত দেখে নিন সেই ছবি। আর বলুন, কোন প্রাণীটি আপনি প্রথমেই দেখতে পেলেন।
1/8এই ছবিটিতে একসঙ্গে রয়েছে বেশ কয়েকটি প্রাণী। তার মধ্যে সব ক’টি বোঝা সম্ভব নয়। কারও কারও ক্ষেত্রে কোনও একটি প্রাণী অন্য প্রাণীগুলির চেয়ে আগে চোখে পড়ছে। কারও কারও ক্ষেত্রে সেই প্রাণীটি একেবারে চোখেই পড়ছে না। কিন্তু এই ছবি নাকি বলে দিতে পারে, আগামী দিন কেমন কাটবে। এমনই দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী বলছে সেই পোস্ট? বলছে, এই ছবি থেকে কোন প্রাণীটি প্রথমেই চোখে পড়ছে, সেটিউ বলে দেবে ভাগ্যের কথা।
2/8এই হল পুরো ছবিটি। ভালো করে দেখুন। এবার বলুন, কোন প্রাণীটি গোড়াতেই চোখে পড়ছে আপনার।
3/8বেশির ভাগ মানুষই এই ছবি প্রথমেই দেখতে পাচ্ছেন একটি পাখি। বুলবুলি গোছের এই পাখিটি প্রথমে দেখতে পাওয়ার মানে, আপনি মনের কথা খুলে বলতে পারেন। এতে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। কিন্তু পরিস্থিতি আপনার প্রতিকূলে যেতে পারে। আপনার গোপন কথা জেনে নিয়ে কেউ কেউ আপনার ক্ষতি করতে পারেন।
4/8উপরের ছবিটিতে কি প্রথমেই এই ঘোড়াটিকে দেখতে পেয়েছিলেন? তাহলে নাকি আপনার প্রেম এবং বৈবাহিক জীবনে উন্নতি আসছে। ফিরে আসতে পারে হারিয়ে যাওয়া প্রেমও।
5/8ছবিতে এই ডলফিনটিকে দেখতে পেয়েছিলেন কি? তাহলে নিজের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। আগামী দিনে আপনার শরীরের হাল খারাপ হতে পারে।
6/8ডানদিকের কোণের কুকুর ছানাটিকে দেখতে পেয়েছিলেন? তাহলে আপনার সামনে সুদিন আসছে। কাছের মানুষের কারণে আপনার প্রাপ্তিযোগ আছে।
7/8ছবিতে কি প্রচণ্ড রাগী ভাল্লুকটিকে দেখতে পেয়েছেন? না, তাতে ভয় পাওয়ার কিছু নেই। ওটি দেখার অর্থ, আপনি অত্যন্ত মরম মনের ভালো মানুষ। আপনার ভালোমানুষির দাম আপনি পেতে চলেছেন আগামী দিনে।
8/8উপরে ডানদিকে কোণে ওই কাঁকড়াটিকে দেখতে পেয়েছিলেন কি? তাহলে বুঝতে হবে, আপনার আনন্দের মাত্রা বাড়বে। জীবন খুব সুন্দর হয়ে উঠবে।