August 2022 Horoscope: হাতে বেশি সময় পড়ে নেই। কয়েক ঘণ্টা পরেই অগস্ট শুরু হয়ে যাবে। যে মাসে একাধিক রাশির ভাগ্যোদয় হবে। তাঁদের হাতে টাকা আসবে। অর্থ লাভ হবে। কোন কোন রাশির জাতকরা অগস্টে লাভবান হবেন, তা দেখে নিন -
1/5কেটে যাচ্ছে খারাপ সময়, অগস্টে হবে ভাগ্যোদয়, অর্থ লাভ হবে এই ৪ রাশির জাতকদের।
2/5মিথুন রাশি- মাসের শুরুতে আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। অতি উৎসাহী হয়ে পড়বেন না। নিজের আচরণের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বদজায় থাকবে। চাকরির ইন্টারভিউয়ে সাফল্য মিলবে। কোনও বন্ধুর সহযোগিতা লাভ করবেন। আগামী ১৭ অগস্টের পর অন্যত্র যেতে পারেন। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। মুনাাফা বৃদ্ধি পাবে।
3/5কর্কট রাশি- আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। সংযত থাকতে হবে। চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হবে। অন্যত্র কোথাও যেতে হতে পারে। ব্যবসার পরিস্থিতি ভালো হবে। পরিবারের সহযোগিতা মিলবে। আগামী ২৩ অগস্টের পর গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। বিদেশে যাত্রা করতে পারেন।
4/5কন্যা রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কোনও অজ্ঞাত ভয় ঘিরে ধরবে। তা নিয়ে চিন্তিত থাকবেন। মাসের শুরুতে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যাত্রা আনন্দের হবে। ৫ অগস্ট থেকে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কোনও পুরনো বন্ধুর আগমন হতে পারে। উচশিক্ষার জন্য পরিবারের থেকে দূরে যেতে হতে পারে। চাকরিতে উন্নতি হবে। সম্পত্তি থেকে অর্থ লাভ হবে।
5/5মকর রাশি- ৪ অগস্ট পর্যন্ত ধৈর্য কম থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। পড়াশোনায় আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষার জন্য অন্যত্র যেতে পারেন। ১৭ অগস্ট পর্যন্ত চাকরিতে উন্নতি হবে। শাসক দলের সহযোগিতা মিলবে। আগামী ২৪ অগস্ট থেকে গাড়ি কেনার বিষয়ে ভাবনাচিন্তা পারেন।