August 2022 Lucky Zodiacs: জুলাই প্রায় শেষ হতে চলেছে। এই মাসে বিভিন্ন রাশির জাতকদের বিভিন্নরকম কেটেছে। কারও ভালো কেটেছে, কারও সময় ততটাও ভালো কাটেনি। সেই পরিস্থিতিতে আগামী মাস কেমন কাটবে, সেদিকে নজর আছে সকলের। অগস্টে আপনার সময় কেমন কাটবে?
1/5পাবেন 'গুপ্ত' ধন, ভালো হবে আর্থিক অবস্থা - অগস্টে অর্থবান এই রাশির জাতকরা। (ছবিটি প্রতীকী)
2/5মেষ রাশি- কেরিয়ারের দিক থেকে মেষ রাশির জাতকদের অগস্ট ভালো কাটবে। কেরিয়ারে উন্নতি হবে। হাতে অর্থ আসবে। এইসময় পারিবারিক জীবন সুখকর হবে। পরিশ্রমের দাম পাবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো কাটবে। যে কোনও কাজে সাফল্য লাভ করবেন।
3/5মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের অগস্ট ভালো কাটবে। এইসময় টাকা জমাতে পারবেন। আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। যে মিথুন রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা লাভবান হবেন। মান-সম্মান বাড়বে।
4/5সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা 'গুপ্ত' ধন পাবেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ভাগ্যের সহায়তা মিলবে। আটকে থাকা কাজ পূর্ণ হবে। আটকে থাকা অর্থও ফেরত পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের কাছে অগস্ট মাস অত্যন্ত লাভজনক হবে। এই সময় প্রেমজীবন ভালো কাটবে। পার্টনারকে পাশে পাবেন। আর্থিক অবস্থা ভালো হবে। পারিবারিক জীবন এবং বৈবাহিক জীবন সুখকর হবে।