Vakri Guru in Meen Rashi From 29 July 2022: আগামী ২৯ জুলাই বক্রি হতে চলেছেন বৃহস্পতি। মীন রাশিতেই বক্রি হবেন। যেদিন দুর্লভ যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি বক্রি হওয়ার প্রভাব ১২ টি রাশির জাতকদের উপরই প্রভাব পড়বে। কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। চার মাস তাঁদের ভালো সময় চলবে। কাদের কাদের সময় ভালো কাটবে, তা দেখে নিন -
1/4২৯ জুলাই তৈরি হচ্ছে দুর্লভ যোগ, আগামী ৪ মাস ভাগ্য চমকাবে ৪ রাশির।
2/4কর্কট রাশি- ২৯ জুলাই থেকে কর্কট রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। আপনি বর্তমানে যদি সমস্যায় থাকেন, তাহলে সেই সমস্যা কেটে যাবে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। বিনিয়োগ করলে লাভবান হবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, তাঁরা সাফল্য লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4মকর রাশি- মীন রাশিতে বৃহস্পতি বক্রি হলে মকর রাশির জাতকরা লাভবান হবেন। এইসময় মকর রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ আছে। আয় বাড়তে পারে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে। আগে যে কাজ সততার সঙ্গে করেছেন, তাতে লাভবান হবেন।
4/4মীন রাশি- মীন রাশির জাতকরা লাভবান হতে পারবেন। এই সময় আপনি আর্থিক অবস্থা ভালো হবে। মনোবাঞ্চা পূরণ হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। আয় বাড়বে।