Blessings of Mangal: রাখিপূর্ণিমার ঠিক আগে রাশি পরিবর্তন করেছেন মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে রাখিপূর্ণিমা এবং পরবর্তী ৬৭ দিন একাধিক রাশির জাতকদের ভাগ্য চমক দেবে। আপনার সময় কেমন কাটবে, তা দেখে নিন -
1/6রাখিপূর্ণিমা থেকে পরবর্তী ৬৭ দিন চমকাবে এই রাশির ভাগ্য, জীবনে আসবে সাফল্য।
2/6বৃষ রাশি- মঙ্গলের গোচরের ফলে আগামী ৬৮ দিন লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। চাকরিতে উন্নতি হবে। ব্যবসায় মুনাফা লাভ করবেন বৃষ রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। আদালতে কোনও মামলা চললে তা থেকে রেহাই পাবেন।
3/6কর্কট রাশি- মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতকরা লাভবান হবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আটকে থাকা সরকারি কাজ সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। টাকা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন কর্কট রাশির জাতকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6সিংহ রাশি- মঙ্গলের গোচরের ফলে সিংহ রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক অবস্থা ভালো হবে। ব্যবসায় মুনাফা আরও বাড়বে। আপনি যদি বিদেশে বিনিয়োগ করে থাকেন, তাহলে লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6ধনু রাশি- ধনু রাশির জাতকদের জন্য মঙ্গলের গোচর লাভবান হবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপার সাফল্য লাভ করবেন। সাফল্যের শিখরে পৌঁছাবেন ধনু রাশির জাতকরা।
6/6কুম্ভ রাশি- মঙ্গলের গোচরের ফলে কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের ভাগ্যোদয় হবে। বিবাহিত জীবন সুখকর হবে। গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। শারীরিক এবং আর্থিক অবস্থার উন্নতি হবে।