Budh Gochar in Scorpio 2022: আগামিকাল রাশি পরিবর্তন করতে চলেছেন বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ টি রাশির জাতকদের উপরই সেই গোচরের প্রভাব পড়বে। কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। কয়েকটি রাশির জাতকরা তেমনভাবে লাভবান হবেন না।
1/4কয়েক ঘণ্টা পরেই রাশি পরিবর্তন হতে চলেছে বুধের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রবিবার (১৩ নভেম্বর) বুধের গোচর হবে। বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন। তার ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন।
2/4কর্কট রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে কেরিয়ারের দিক থেকে দারুণ লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। এই সময় কর্কট রাশির জাতকদের অর্থলাভ হবে। ব্যবসার বহর বাড়বে। কর্কট রাশির জাতকদের জীবনে সুখ-সুবিধা বাড়বে। সার্বিকভাবে কর্কট রাশির জাতকরা লাভবান হবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো কাটবে।
3/4কন্যা রাশি- বুধের অধিপতি হলেন কন্যা রাশি। বুধের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। বিদেশে ঘুরতে যাওয়া বা অন্য কোনও কারণে বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে যে যোগ তৈরি হচ্ছে, তার ফলে আপনি যে লক্ষ্যমাত্রা নেবেন, তা সফল হবে। আইনি কোনও বিষয়ে সুখবর পাবেন। সার্বিকভাবে কন্যা রাশির জাতকদের জন্য বুধের গোচর লাভজনক হবে।
4/4মীন রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধের গোচরের ফলে মীন রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। মীন রাশির যে স্থানে বুধের গোচর হবে, তার ফলে ওই রাশির জাতকরা ভাগ্যের পুরো সহায়তা পাবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বড় সাফল্য মিলবে। শুভ যোগ তৈরি হতে চলেছে। সেই পরিস্থিতিতে ব্যবসার ক্ষেত্রে নয়া কোনও পদক্ষেপ করলে তাতে লাভবান হবেন। কারণে নয়া চাকরির প্রস্তাব মিলতে পারে।