আজ ১ অগস্ট (সোমবার)। ইতিমধ্যে সিংহ রাশিতে প্রবেশ করেছেন বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ (ইংরেজি মতে) রাত ৩ টে ৫১ মিনিটে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে এসেছেন গ্রহের রাজকুমার। আগামী ২১ অগস্ট ফের রাশি পরিবর্তন করবেন। যতদিন বুধ সিংহ রাশিতে থাকবেন, ততদিন একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কাদের কাদের সময় ভালো সময় কাটবে, তা দেখে নিন -
1/5সিংহে প্রবেশ বুধের, আজ থেকেই ভাগ্যোদয় এই ৪ রাশির, হাতে আসবে টাকা, মিলবে সাফল্য।
2/5মেষ রাশি- মেষ রাশির পঞ্চম স্থানে বুধের গোচর হয়েছে। গ্রহের রাজকুমারের গোচরের ফলে আপনি অত্যন্ত লাভবান হবেন। এই সময় কাজে সাফল্য লাভ করবেন মেষ রাশির জাতকরা। যে মেষ রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ খবর পাবেন। তাঁদের জীবনে সাফল্য আসবে। সন্তানের তরফে সুখবর মিলবে।
3/5কর্কট রাশি- আপনার রাশির দ্বিতীয় স্থানে বুধের গোচর হয়েছে। সেই গোচরের ফলে আপনার আয় বাড়বে। স্বভাবতই আর্থিক অবস্থা ভালো হবে। দীর্ঘদীন ধরে আটকে থাকা ধন ফেরত পাবেন। যাঁরা চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁদের ভাগ্যোদয় হবে। শুভ ফল পাবেন। তাঁদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে।
4/5তুলা রাশি- তুলা রাশির একাদশ স্থানে বুধের গোচর হয়েছে। তার ফলে তুলা রাশির জাতকদের ভালো সময় শুরু হল। তাঁদের ভাগ্যোদয় হয়েছে। বুধের কৃপায় তুলা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে। অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যাবে। কঠিন কাজেও সাফল্য পাবেন। তা পূরণ করবেন। আপনার কাজ প্রশংসিত হবে।
5/5কুম্ভ রাশি- বুধের গোচরের ফলে কুম্ভ রাশির জাতকদেরও ভাগ্য দারুণ কাটবে। বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন। কুম্ভ রাশির সপ্তম স্থানে গোচর করেছেন বুধ। ব্যবসায় মুনাফা বাড়বে। ব্যবসার জন্য সময়টা খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো হবে।