Budh Rashi Parivartan 2022: সিংহে প্রবেশ বুধের, আজ থেকেই ভাগ্যোদয় এই ৪ রাশির, হাতে আসবে টাকা, মিলবে সাফল্য
Updated: 01 Aug 2022, 07:56 AM ISTআজ ১ অগস্ট (সোমবার)। ইতিমধ্যে সিংহ রাশিতে প্রবেশ করেছেন বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ (ইংরেজি মতে) রাত ৩ টে ৫১ মিনিটে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে এসেছেন গ্রহের রাজকুমার। আগামী ২১ অগস্ট ফের রাশি পরিবর্তন করবেন। যতদিন বুধ সিংহ রাশিতে থাকবেন, ততদিন একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কাদের কাদের সময় ভালো সময় কাটবে, তা দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি