Ganesh Chaturthi 2022: আগামী ৩১ অগস্ট গণেশ চতুর্থী তথা গণেশ পুজো। যে দিনে বিভিন্ন রাশির জাতকরা গণেশ বা বিঘ্নহর্তার বিশেষ আশীর্বাদ লাভ করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কয়েকটি রাশির জাতকরা এবারের গণেশ পুজোয় অত্যন্ত লাভবান হবেন। কোন কোন রাশির জাতকদের গণেশ পুজো থেকে ভাগ্যোদয় হবে, তা দেখে নিন -
1/3মেষ রাশি- গণেশ চতুর্থীতে মেষ রাশির জাতকরা বিঘ্নহর্তার আশীর্বাদ পাবেন। এই সময় হাতে আচমকা অর্থ আসতে পারে। সেরকমই যোগ তৈরি হচ্ছে। ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা আছে। নয়া বিনিয়োগ করতে পারেন। তাতে শুভ ফল লাভ করতে পারেন। গণেশ চতুর্থীর দিন মন থেকে কিছু চাইলে মেষ রাশির জাতকদের ইচ্ছাপূরণ হবে। (ছবি সৌজন্যে এএফপি)
2/3মিথুন রাশি- গণেশ চতুর্থীতে মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। গণেশ দেবতার বিশেষ আশীর্বাদ থাকবে। আর্থিক দিক থেকে উন্নতি হবে। চাকরিতে উন্নতির যোগ আছে। যে কোনও কাজে অপার সাফল্য পাবেন। শিক্ষাক্ষেত্রে দারুণ ফল পাবেন। (ছবি সৌজন্যে পিটিআই)
3/3মকর রাশি- গণেশ পুজোর দিন ভাগ্যোদয় হবে মকর রাশির জাতকদের। ব্যবসায় লাভবান হবেন। মুনাফা বাড়বে। যে মকর রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা সাফল্য লাভ করবেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। কর্মক্ষেত্রে যাঁরা পরিশ্রম করবেন, তাঁরা সাফল্য লাভ করবেন। (ছবি সৌজন্যে এএফপি)