Jupiter Retrograde 2022: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কয়েক ঘণ্টা পরেই মার্গী হতে চলেছেন বৃহস্পতি। সেই পরিস্থিতিতে ১২ রাশির জাতকদের উপরই কী প্রভাব পড়বে, তা দেখে নিন -
1/5আগামী বৃহস্পতিবার মার্গী হতে চলেছেন বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি রাশিতে ১৩ মাস বৃহস্পতি বক্রি ও মার্গী থাকেন। যে গ্রহকে অর্থ, সাহস, মান-সম্মান, শিক্ষা, ব্যবসা সংক্রান্ত বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সেই পরিস্থিতিতে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন।
2/5মেষ রাশি- স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মেষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। শত্রুদের পরাজিত করবেন। খরচ বৃদ্ধি পাবে। বৃষ রাশি- আয় বাড়বে। সুখকর হবে জীবন। সাহসও বাড়বে বৃষ রাশির জাতকদের। দাম্পত্য জীবন সুখকর হবে। মিথুন রাশি- বৃহস্পতি মার্গী হওয়ার ফলে মিথুন রাশির জাতকদের হাতে অর্থ বাড়বে। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
3/5কর্কট রাশি- বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কর্কট রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। মনোবল এবং সাহস বাড়বে। সন্তানের থেকে কোনও ভালো খবর মিলবে। সিংহ রাশি- বৃহস্পতির স্থান পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকদের জীবনে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। খরচ বাড়বে সিংহ রাশির জাতকদের। কন্যা রাশি- দাম্পত্য জীবনে সুখ বাড়বে। প্রেমের সম্পর্ক মজবুত হবে। বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কন্যা রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। ভালো হবে আর্থিক অবস্থা।
4/5তুলা রাশি- বৃহস্পতি মার্গী হওয়ার ফলে ধনপ্রাপ্তির যোগ আছে। পরিশ্রমের ফসল পাবেন। সামাজিক ক্ষেত্রে মান-সম্মান বাড়বে। শত্রুদের পরাজিত করবেন। বৃশ্চিক রাশি- গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে। আয় বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে। ভাগ্যের পুরো সহায়তা পাবেন। ধনু রাশি- বৃহস্পতি মার্গী হওয়ার ফলে ধনু রাশির জাতকরা ইতিবাচক ফল লাভ করবেন। বাড়ি-গাড়ি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল মিলবে। মনোবল বাড়বে। মান-সম্মান বৃদ্ধি পাবে। তবে খরচও বাড়বে।
5/5মকর রাশি- বৃহস্পতি মার্গী হওয়ার ফলে মকর রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জীবনে অর্থের অভাব হবে না। আয় বাড়বে। দাম্পত্য জীবন সুখকর হবে। যাঁরা প্রেম করছেন, তাঁদের সময়ও ভালো কাটবে। কুম্ভ রাশি- পরিবারে কোনও নয়া কাজ শুরু করবেন। তার জেরে খরচ বাড়বে। বৃদ্ধি পাবে পারিবারিক দায়িত্ব। বাড়বে মান-সম্মান। পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। মীন রাশি- বৃহস্পতি মার্গী হওয়ার ফলে মনোবল বাড়বে। স্বাস্থ্য়ের উন্নতি হবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন। ভাগ্যোদয় হবে।