Lucky Zodiacs till 13rd March, 2023: নয়া বছরের ১৩ মার্চ পর্যন্ত বৃষ রাশিতে থাকবেন মঙ্গল (Mars Transit in Taurus)। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতকদের ব্যবসার বহর বাড়বে। আর্থিক উন্নতি হবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্রে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে গ্রহকে সাহস এবং শৌর্যের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আগামী ১৩ মার্চ পর্যন্ত বৃষ রাশিতে থাকবেন মঙ্গল গ্রহ। তার ফলে তিনটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন।
2/5মেষ রাশি- মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। তাই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে অত্যন্ত লাভবান হবেন মেষ রাশির জাতকরা। আপনার যে গ্রহে মঙ্গল অবস্থান করছেন, তাতে আপনার অর্থলাভের ভাগ্য প্রশস্ত হবে। আর্থিক অবস্থা মজবুত হবে মেষ রাশির জাতকদের। (চলছে)
3/5মেষ রাশি (চলছে)- যে মেষ রাশির জাতকরা ব্যবসা করছেন, তাঁদের ধনলাভের যোগ তৈরি হচ্ছে। ব্যবসার বহর বাড়বে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত লাভ হবেন। মেষ রাশির জাতকদের পারিবারিক জীবন সুখকর হতে চলেছে। মঙ্গলের কৃপায় প্রেমজীবন ভালো হবে মেষ রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5বৃষ রাশি- মঙ্গলের গোচরের ফলে বৃষ রাশির জাতকরা ইতিবাচক ফল লাভ করবেন। অনুকূল সময় কাটবে। মনোবল বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। আগের থেকে আর্থিক অবস্থা ভালো হবে। হাতে বেশি টাকা থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে। যাঁরা প্রেম করছেন, তাঁরা প্রেমিক বা প্রেমিকাকে সবসময় পাশে পাবেন।
5/5মকর রাশি- মঙ্গলের গোচরের ফলে মকর রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। মকর রাশির যে স্থানে মঙ্গলের গোচর হতে চলেছে, তাতে ব্যবসায়ীদের মুনাফা বাড়বে। তাঁদের অর্থলাভের যোগ তৈরি হবে। সন্তানের থেকে ভালো খবর পেতে চলেছেন। মকর রাশির জাতকদের বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে।