বাংলা নিউজ >
ছবিঘর >
ভাগ্যলিপি >
Lucky Zodiac Signs on Maha Purush Yog: শুধু টাকাই নয়, গাড়ি বাড়িও আসতে পারে! অক্টোবর পর্যন্ত ৩ রাশির সৌভাগ্য তুঙ্গে
Lucky Zodiac Signs on Maha Purush Yog: শুধু টাকাই নয়, গাড়ি বাড়িও আসতে পারে! অক্টোবর পর্যন্ত ৩ রাশির সৌভাগ্য তুঙ্গে
Updated: 28 Jul 2022, 02:50 PM IST
লেখক Sritama Mitra
শনিদেব নিজের স্বরাশি মকর রাশিতে বিরাজমান রয়েছেন। শ...
more
শনিদেব নিজের স্বরাশি মকর রাশিতে বিরাজমান রয়েছেন। শনিদেব নিজের রাশিতে থাকার জন্য শশ নামে একটি মহাপুরুষ যোগ তৈরি হবে। আর এই বিশেষ যোগের ফলেই অক্টোবর পর্যন্ত মহাপুরুষ যোগ থাকবে। অক্টোবর পর্যন্ত কোন কোন রাশিতে এই যোগ প্রভাব ফেলতে চলেছে।
1/10খারাপ সময় যেমন বলে কয়ে আসে না, তেমনই সুসময়ও হঠাৎ এসে চমকে দেয়! জ্যোতিষশাস্ত্র মতে ১২ রাশির রাশি চক্রে আগামী কয়েক মাস ধরে খুবই ভাল সময় আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে রয়েছে উন্নতির যোগ। আর এর কারণ শনিদেবের কৃপা ও মহাপুরুষ যোগ।
2/10ন্যায়দাতা শনিদেব ১২ জুলাই থেকে মকর রাশিতে বক্রী অবস্থাতে রয়েছেন। শনিদেবের এই পরিস্থিতি ২৩ অক্টোবর পর্যন্ত থাকবে। এরফলে বিভিন্ন রাশিতে ব্যপক প্রভাব পড়তে শুরু করবে। তিনটি রাশিতে এর বিশেষ প্রভাব দেখা যেতে চলেছে।
3/10শনিদেব নিজের স্বরাশি মকর রাশিতে বিরাজমান রয়েছেন। শনিদেব নিজের রাশিতে থাকার জন্য শশ নামে একটি মহাপুরুষ যোগ তৈরি হবে। আর এই বিশেষ যোগের ফলেই অক্টোবর পর্যন্ত মহাপুরুষ যোগ থাকবে। অক্টোবর পর্যন্ত কোন কোন রাশিতে এই যোগ প্রভাব ফেলতে চলেছে।
4/10মেষ-এই সময়কাল কোনও আশীর্বাদের থেকে বড় বিষয় নয় আপনাদের জন্য। এই সময়কালে মহাপুরুষ যোগ ভীষণভাবে প্রভাব ফেলতে শুরু করবে। এই মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে পাবেন সুফল।
5/10মেষ রাশিতে মহাপুরুষ যোগের প্রভাব: মেষ রাশিতে জাতক জাতিকারা মহাপুরুষ যোগে বিভিন্ন সুখবর পেতে পারেন। কেনা হতে পারে গাড়ি, বাড়ি। এমনকি গাড়ি ,বাড়ির প্রাপ্তিযোগও পেতে পারেন। চাকরিতে বাড়তে পারে বেতন। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
6/10মিথুন- মিথুন রাশিতে শশ নামের মহাপুরুষ যোগের ফলে বিশেষ উপকার পেতে চলেছেন জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে লাভের মুখ দেখতে চলেছেন এই সময়কালে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
7/10মিথুন রাশিতে মহাপুরুষ যোগের প্রভাব: রোজগারের খোঁজে যাঁরা হন্যে হয়ে ঘুরছেন তাঁরা পেতে চলেছেন একটি বিশেষ সুযোগ। নতুন নতুন সুযোগ আসতে চলেছে। ব্যবসায়ীরা এই সময়ে মনের মতো সময় কাটাতে পারবেন। কেরিয়ারের দিক থেকেও পেতে পারেন সুসময়ের মুখ দেখতে।
8/10কন্যা-কন্যা রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় বিশেষ ধনলাভ করতে পারেন। বহু না হওয়া কাজ এই সময় সম্পন্ন হতে পারে। পেতে পারেন সুসময়ের দেখা। দেখে নেওয়া যাক আর কোন কোন সুখ পেতে পারেন এই সময়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
9/10কন্যা রাশিতে মহাপুরুষ যোগের প্রভাব: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাঁরা করছেন তাঁরা পেতে পারেন সুসময়ের দেখা। মিলতে পারে সুসংবাদ। ব্যবসার স্থিতি অনুকূল হতে আরম্ভ করবে। আর্থিক উন্নতির যোগ দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
10/10এই আলেখ্যতে বর্ণিত তথ্য যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।