Sawan 2022 Astrology: শ্রাবণ মাস চলছে। সেই মাস শেষ হতে আর কয়েকটা দিন বাকি। যে মাসটা শিবের মাস হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসের বাকি দিনগুলিতে কয়েকটি রাশির জাতকরা মহাদেবের আশীর্বাদ পাবেন। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/6শিবের কৃপায় শ্রাবণের বাকি দিনগুলি ভালো কাটবে এই ৫ রাশির, চাকরিতে হবে উন্নতি। (ছবিটি প্রতীকী, প্রতীক ছোড়গে/হিন্দুস্তান টাইমস)
2/6মিথুন রাশি- শ্রাবণের বাকি দিনগুলি দারুণ কাটবে মিথুন রাশির জাতকরা। শিবের আশীর্বাদে জীবনের সবধরণের কাজে সাফল্য লাভ করবেন। আর্থিক লাভের যোগ তৈরি হবে। বিশেষত যাঁরা ব্যবসা করেন, তাঁদের আর্থিক অবস্থা ভালো হবে। পারিবারিক জীবন সুখকর হবে।
3/6কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের জন্য শ্রাবণের বাকি সময়টা দারুণ কাটবে। মহাদেবের আশীর্বাদ থাকবে। কারও থেকে ঋণ নিলে তা মিটিয়ে দেবেন। চাকরির ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে।
4/6তুলা রাশি- তুলা রাশির জাতকদের উপর শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ থাকবে। ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। যে তুলা রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা লাভবান হবেন। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন।
5/6কুম্ভ রাশি- শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতকদের সময় দারুণ থাকবে। পরিবারের সদস্যরা আর্থিক সাহায্য লাভ করবেন। ভাগ্যের সহায়তা মিলবে। আর্থিক সমস্যা কেটে যাবে। নয়া গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।