Sawan Somvar 2022: আগামী সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। যে দিনটা শিবের জন্য় সমর্পিত করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার একাধিক রাশির জাতকদের উপর মহাদেবের আশীর্বাদ থাকবে। কোন কোন রাশির জাতকদের উপর শিবের কৃপা থাকবে, তা দেখে নিন -
1/6শ্রাবণের চতুর্থ সোমবারে শিবের কৃপায় এই রাশির জাতকদের ভাগ্য চমকাবে, বাড়বে আয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6মিথুন রাশি- শ্রাবণের চতুর্থ সোমবার মিথুন রাশির জাতকদের উপর মহাদেবের আশীর্বাদ থাকবে। শিবের কৃপায় জীবনের সকল ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতকদের। জীবনে সুখ-সমৃদ্ধি থাকবে।
3/6সিংহ রাশি- শ্রাবণের চতুর্থ সোমবার সিংহ রাশির জাতকদের ভালো কাটবে। মহাদেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। হাতে আচমকা টাকা আসবে। পারিবারিক জীবনে মাধুর্য আসবে। ব্যবসায়িক কাজে সাফল্য মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6ধনু রাশি- শ্রাবণের প্রথম সোমবার ধনু রাশির জাতকরা লাভবান হবেন। অতিরিক্ত দায়িত্ব মিলতে পারে। চাকরিতে পদোন্নতির সুযোগ মিলবে। যে কোনও কাজে সাফল্য মিলবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
5/6কর্কট রাশি- শ্রাবণের চতুর্থ সোমবার কর্কট রাশির জাতকদের জন্য ভালো কাটবে। এইসময় শিবের বিশেষ আশীর্বাদ পাবেন। দাম্পত্য জীবন সুখকর হবে। আর্থিক অবস্থা ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে মুনাফা লাভ করবেন। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/6মীন রাশি- শ্রাবণের চতুর্থ সোমবার মীন রাশির জাতকদের উপর শিবের আশীর্বাদ থাকবে। আর্থিক অবস্থা ভালো হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি হতে পারে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে।