Special Yog on Chandra Grahan 2022: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ মেষ রাশি এবং ধরণী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। আজ (মঙ্গলবার) গ্রহণ যোগের সঙ্গে দিনভর ধরণী নক্ষত্রে দুর্লভ যোগ তৈরি হয়েছে আছে। তার ফলে ১২ টি রাশির জাতকদের উপরই প্রভাব পড়বে।
1/12মেষ রাশি- মেষ রাশিতেই চন্দ্রগ্রহণ হচ্ছে। তই মেষ রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকতে হবে। তাই ভেবেচিন্তে পা ফেলতে হবে মেষ রাশির জাতকদের। সেইসঙ্গে অর্থহানি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/12বৃষ রাশি- চন্দ্রগ্রহণের ফলে আপনি মাঝারি ফল লাভ করবেন। এই সময় লেনদেন এড়িয়ে যাওয়া ভালো। নাহলে লোকসানের মুখে পড়তে হতে পারে বৃষ রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/12মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের উপর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় এমন জিনিস হবে, যা ভবিষ্যতে আপনার উন্নতির পথ প্রশস্ত করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
4/12কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। কারণ কর্কট রাশির দশম স্থানে চন্দ্রগ্রহণ হচ্ছে। সেইসঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কর্কট রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/12সিংহ রাশি- চন্দ্রগ্রহণের ফলে সিংহ রাশির জাতকদের উপর মিশ্র প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশির জাতকরা। তাই তাঁদের ঝামেলা এড়িয়ে চলতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/12কন্যা রাশি- চন্দ্রগ্রহণের প্রভাবে কন্যা রাশির জাতকদের অকারণে খরচ বাড়বে। তার ফলে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে। সেইসঙ্গে সার্বিকভাবে সতর্কতা বজায় রাখতে হবে কন্যা রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
7/12তুলা রাশি- তুলা রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময় কোনও বিষয় নিয়ে মানসিকভাবে চিন্তিত থাকবেন। কোনও অজানা ভয় গ্রাস করতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
8/12বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের বিরূপ প্রভাব পড়বে। কোনও জরুরি কাজ আঠকে যেতে পারে। সেইসঙ্গে পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
9/12ধনু রাশি- চন্দ্রগ্রহণের ইতিবাচক ফল লাভ করবেন ধনু রাশির জাতকরা। এই সময় ব্যবসায় অর্থলাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত মিলতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
10/12মকর রাশি- মকর রাশির জাতকদের জীবনে চন্দ্রগ্রহণ অনুকূল প্রভাব ফেলবে। যাঁরা চাকরি করেন, তাঁরা সাফল্য লাভ করবেন। অর্থলাভের যোগ আছে। সেইসঙ্গে নয়া চাকরির প্রস্তাব মিলতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভূষণ কোয়নাডে/হিন্দুস্তান টাইমস)
11/12কুম্ভ রাশি- আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ শুভ হতে চলেছে। এই সময় নয়া কোনও কাজ শুরু করতে পারেন। যা আপনার জন্য লাভজনক বলে বিবেচিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
12/12মীন রাশি- মীন রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ নেতিবাচক বলে বিবেচিত হতে পারে। তার ফলে বেশি খরচ হতে পারে। যা আপনার বাজেটের বাইরে হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)