আগামী ১৭ অগস্ট রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য। সিংহ রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজা। চারদিন পরে রাশি পরিবর্তন হবে বুধের। সেদিন গ্রহের রাজকুমার সিংহ রাশি ছেড়ে কন্যায় প্রবেশ করবেন। তার ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। আপনার ভাগ্য কেমন কাটবে, তা জেনে নিন -
1/4গ্রহের রাজা ও রাজকুমারের গোচরে সময় ভালো কাটবে এই রাশির জাতকদের।
2/4সিংহ রাশি- সূর্য এবং বুধের গোচরের ফলে সিংহ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। তাঁদের আর্থিক অবস্থা ভালো হবে। আর্থিক উন্নতি হবে সিংহ রাশির জাতকদের। আটকে থাকা ফেরত পেতে পারেন। যে সিংহ রাশির জাতকরা আমদানি-রফতানির ব্যবসা করেন, তাঁরা লাভবান হবেন। উপার্জন বাড়বে।
3/4কন্যা রাশি- সূর্য এবং বুধের গোচরের ফলে কন্যা রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। ভাগ্য ভালো থাকবে। যাঁরা ব্যাঙ্কিং এবং ফিল্মের সঙ্গে যুক্ত, তাঁদের সময় ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো হবে।
4/4মকর রাশি- মকর রাশির ১২ তম স্থানে গোচর হবে বুধের। সূর্য এবং বুধের আশীর্বাদে মকর রাশির জাতকদের সময় ভালো কাটবে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা মুনাফা লাভ করবেন। ব্যবসার বহর বাড়বে। কর্মক্ষেত্রে সময় ভালো কাটবে। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। নয়া চাকরির প্রস্তাব মিলতে পারে।