Trigrahi Yog 2022: কন্যা রাশিতে ত্রিগ্রহী যোগ! শনিবার থেকে আচমকা অর্থ লাভ একাধিক রাশির, শুরু সুসময়
Updated: 20 Sep 2022, 09:27 AM ISTআগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) থেকে কন্যা রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। কন্যা রাশিতে ইতিমধ্যে অবস্থান করছেন সূর্য এবং বুধ। চলতি সপ্তাহেই শুক্রও কন্যা রাশিতে প্রবেশ করবেন। অর্থাৎ তিন গ্রহ একই রাশিতে থাকবেন। তৈরি হবে ত্রিগ্রহী যোগ। সেই ত্রিগ্রহী যোগের ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের হাতে আসবে টাকা। কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে, তা দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি