1/6বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে সমস্ত দেবদেবীদের অধিষ্ঠিত করা যায়। তাই সিদ্ধিদাতা গণেশকেও বাড়ির এই কোণেই স্থাপন করা যায়। এতেই সম্পূর্ণ বাড়ির মঙ্গল হবে। (Wikipedia)
2/6ঈশান কোণ বাদে পশ্চিম কোণেও সর্বমঙ্গলের দেবতা শ্রী গণেশের অধিষ্ঠান করাতে পারেন। তাহলে বাড়িতে সমস্ত কাজে সিদ্ধি আসবে। বাড়ির সদস্যদের আনন্দ অক্ষয় থাকবে। (Wikipedia)
3/6সিদ্ধিদাতা গণেশের শুঁড়ের অবস্থান অনুসারে তাঁর নামকরণ করা হয়। বামদিকে শুঁড় থাকলে তাঁকে বক্রতুন্ড বলা হয়। ডানদিকে শুঁড় থাকলে তাঁকে সিদ্ধিবিনায়ক বলা হয়। (Wikipedia)
4/6বক্রতুন্ড গণেশকে বাড়ির বামদিকে অধিষ্ঠিত করা উচিত। কারণ, তার পুজো পদ্ধতি তুলনায় সরল। পাশাপাশি তার পুজোয় আচারেরও আধিক্য নেই। (Wikipedia)
5/6অন্যদিকে সিদ্ধিবিনায়ক গণেশের পুজো অপেক্ষাকৃত জটিল। এই দেবতাকে বাড়িতে অধিষ্ঠান না করাই ভালো। সাধারণত এঁর পুজো মন্দিরেই করা হয়। (Wikipedia)
6/6মনে করা হয়, সিদ্ধিদাতা গণেশের পশ্চাদ্দেশে দারিদ্র থাকে। তাই দেবতার পশ্চাদ্দেশ বেদিতে এমনভাবে রাখুন যাতে তা বাড়ির বাইরের দিকে থাকে। এতে সংসারে কখনও অর্থাভাব হয় না। (Wikipedia)