বাংলা নিউজ >
ছবিঘর >
ভাগ্যলিপি >
Vastu Tips on placing Diya in Puja Room: ঠাকুরঘরে প্রদীপ রাখতে গিয়ে এই ভুল করছেন না তো! ভাগ্যে চমক আনতে বাস্তুটিপস একনজর
Vastu Tips on placing Diya in Puja Room: ঠাকুরঘরে প্রদীপ রাখতে গিয়ে এই ভুল করছেন না তো! ভাগ্যে চমক আনতে বাস্তুটিপস একনজর
Updated: 02 Aug 2022, 01:26 PM IST
লেখক Sritama Mitra
Vastu Tips: বাস্তুশাস্ত্র মতে বলা হয়, মুখোমুখি দেবতার মূর্তি যাতে রাখা না হয়, তার বন্দোবস্ত করা উচিত। ঠাকুরের বেদীতে মুখোমুখি দেবতার মূর্তি রাখলে তা বিপদ বাড়িয়ে দিতে পারে, সংসারের শান্তি বিঘ্নিত করতে পারে।
1/5বাড়ির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘর হল পুজোর ঘর। এই ঘরের আসবাব বা ঠাকুরের বেদী কোনদিকে থাকবে তা নিয়ে রয়েছে বহু ধরনের টিপস বাস্তুশাস্ত্র মতে। বলা হয়, সংসারে সুখ ও শান্তি ধরে রাখতে বাস্তুমতে বিভিন্ন উপায় রয়েছে। আর তার মধ্যে অন্যতম হল ঠাকুরঘরের বাস্তুটিপস।
2/5দেবতাদের মূর্তি রাখার নিয়ম: বাস্তুশাস্ত্র মতে, প্রতিটি দেব দেবীর মূর্তি ঠাকুরের বেদীতে যেন কয়েক ইঞ্চি দূরত্ব মেনে রাখা হয়। এতে সংসারে সংঘাত থেকে মেলে মুক্তি। প্রতিটি দেবদেবীর মূর্তি যেন লাল শালু বা কাপড়ের ওপর থাকে, তাও নিশ্চিত করা প্রয়োজন। দেবদেবীর কোনও ভাঙা মূর্তি রাখা উচিত নয় ঠাকুরের বেদীতে।
3/5দেবতাদের মূর্তি রাখার নিয়ম: বাস্তুশাস্ত্র মতে, প্রতিটি দেব দেবীর মূর্তি ঠাকুরের বেদীতে যেন কয়েক ইঞ্চি দূরত্ব মেনে রাখা হয়। এতে সংসারে সংঘাত থেকে মেলে মুক্তি। প্রতিটি দেবদেবীর মূর্তি যেন লাল শালু বা কাপড়ের ওপর থাকে, তাও নিশ্চিত করা প্রয়োজন। দেবদেবীর কোনও ভাঙা মূর্তি রাখা উচিত নয় ঠাকুরের বেদীতে।
4/5প্রদীপ কোনদিকে থাকবে: হোম করার পাত্র, প্রদীপ, আলো জ্বালানো সংক্রান্ত বিভিন্ন পাত্র, সামগ্রী ঠাকুরঘরে দক্ষিণপূর্ব দিক করে রাখার কথা বলা হচ্ছে বাস্তুশাস্ত্র মতে। পুজোর সামগ্রী যাতে তামা বা পিতলের হয় সেটিও খেয়াল রাখতে হবে। অনেকেই সুবিধামতো ঠাকুরঘরে যত্রতত্র প্রদীপের পাত্র, সামগ্রী রেখে দেন, সেই ভুলে প্রভাব পড়ে সংসারে, বলছেন বাস্তুবিদরা।
5/5ঠাকুরঘরে ছবি: ঠাকুরঘরে কোনও হিংসার ছবি না রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এছাড়াও বহু বাস্তুবিদ বলেন, ঠাকুরঘরে যদি পূর্ব পুরুষের ছবি থেকে থাকে তাহলে তা বেদীর থেকে দূরে রাখা শ্রেয়। ঠাকুরঘরের সমস্ত জানলা যদি পূর্ব মুখী হয়, তাহলে তা সংসারে সমৃদ্ধি বৃদ্ধি করে। (ছবি-ইনস্টাগ্রাম)