বাংলা নিউজ > ছবিঘর > ভাগ্যলিপি > Vastu tips for placing Gas oven and Fridge: রান্নাঘরে গ্যাস, ফ্রিজ কোন দিকে রাখা ঠিক? ভাগ্যের উন্নতিতে জানুন বাস্তু টিপস
Vastu tips for placing Gas oven and Fridge: রান্নাঘরে গ্যাস, ফ্রিজ কোন দিকে রাখা ঠিক? ভাগ্যের উন্নতিতে জানুন বাস্তু টিপস
বাস্তুশাস্ত্র মতে সুখ, সমৃদ্ধি, অর্থে ভাগ্যদেবতাকে প্রসন্ন করতে হলে রান্না ঘর সাজানোর সময় কয়েকটি ভুল করা যাবে না। আবার সেরকমই কয়েকটি নি.ম মেনে রান্নাঘরের বাস্তু সঠিক রাখলে জীবনে সুখ, বিলাস, সমৃদ্ধিরও সমস্যা হয় না। দেখে নেওয়া যাক, রান্নাঘর নিয়ে বাস্তুশাস্ত্র মতে কিছু টিপস।
1/6রান্নাঘর মানেই বাড়ির প্রাণ কেন্দ্র! অনেকেরই গোটা দিনের বেশিরভাগ সময়ই কেটে যায় রান্নাঘরে, আবার কেউ সারাদিনের ক্লান্তি দূর করতে পছন্দের ডিশ রান্না করতে ঢুকে পড়েন কিচেনে। আর এই ঘরটিকে সুন্দর করে সাজিয়ে রাখতে কে না চান! তবে রোজের কাজের ঝক্কির মাঝে রান্নাঘর সাজানো হয়ে ওঠে না। বাস্তুশাস্ত্র বলছে, রান্নাঘর ঠিক নিয়মে সাজালে সেখান থেকেও অর্থভাগ্য, সুখ সমৃদ্ধি তুঙ্গে ওঠার সম্ভাবনা থাকে!
2/6বাস্তুশাস্ত্র মতে সুখ, সমৃদ্ধি, অর্থে ভাগ্যদেবতাকে প্রসন্ন করতে হলে রান্না ঘর সাজানোর সময় কয়েকটি ভুল করা যাবে না। আবার সেরকমই কয়েকটি নি.ম মেনে রান্নাঘরের বাস্তু সঠিক রাখলে জীবনে সুখ, বিলাস, সমৃদ্ধিরও সমস্যা হয় না। দেখে নেওয়া যাক, রান্নাঘর নিয়ে বাস্তুশাস্ত্র মতে কিছু টিপস।
3/6রান্নাঘরে গ্যাস ও ইলেকট্রনিক জিনিসের বাস্তুটিপস: রান্নাঘরে গ্যাস ওভেন রাখুন পূর্ব দিকে। মাইক্রোওয়েভ, ফ্রিজের মতো ইলেকট্রনিক্সের জিনিস রাখুন দক্ষিণ দিকে। এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।
4/6বেসিনের পাইপ: বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘরে নালি বা বোসিন কিম্বা সিঙ্কের পাইপ যেন উত্তরপূর্ব দিকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও বলা হচ্ছে, বেসিন ও গ্যাস ওভেন একই প্ল্যাটফর্মে যাতে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে দাম্পত্যের সুখে নেতিবাচক প্রভাব পড়ে।
5/6বাড়ির কোনদিকে রান্নাঘর রাখা উচিত- বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, বাড়ির রান্নাঘরটি দক্ষিণ পূর্ব দিশায় যেন নির্মাণ করা হয়। সেটি যদি সম্ভব নাও হয়, তাহলেও উত্তর পশ্চিম দিকে এই রান্নাঘর রাখা উচিত। তবে ভুলেও, উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর নির্মাণ না করাই ভালো।
6/6রান্নাঘরের রঙ- রান্নাঘরকে অগ্নির স্থান মনে করা হয়। আর অগ্নির রঙ লাল। সেই অনুযায়ী, রান্নাঘরের রঙ অনেকেই লাল ঘেঁষা বা হলুদ করে নিতে চান। এছাড়াও সাদা গোলাপী, ডার্ক চকোলেট রঙও রান্নাঘরে করলে তা বাস্তুশাস্ত্র মতে সুফল দিয়ে থাকে। (এই তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবি-ইনস্টাগ্রাম)