বাংলা নিউজ >
ছবিঘর >
ভাগ্যলিপি >
Vastu Tips for Good luck: সৌভাগ্য, সমৃদ্ধি তুঙ্গে রাখতে বাড়িতে আলো নিয়ে কিছু বাস্তুশাস্ত্র মতে টিপস
Vastu Tips for Good luck: সৌভাগ্য, সমৃদ্ধি তুঙ্গে রাখতে বাড়িতে আলো নিয়ে কিছু বাস্তুশাস্ত্র মতে টিপস
Updated: 01 Aug 2022, 03:22 PM IST
লেখক Sritama Mitra
বাস্তুশাস্ত্র মতে দেখে নেওয়া যাক বাড়িতে টেবিল ল্য...
more
বাস্তুশাস্ত্র মতে দেখে নেওয়া যাক বাড়িতে টেবিল ল্যাম্প কোনদিকে রাখলে বা টিউবলাইট কোনদিকে রাখলে তা কার্যকরী ফলাফল দেয়। সংসারে আসে সুখের সময়। বাড়িতে ঝগড়া বিবাদ মিটে যেতে শুরু করে। বসার ঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত কোন ঘরে কীভাবে লাইট লাগানো প্রয়োজন জানুন বাস্তুমতে।
1/6বাড়িতে যত বেশি আলোর প্রবেশ হবে, ততই খারাপ শক্তি দূর হবে। বাস্তুশাস্ত্র মতে এই ধারণায় বিশ্বাস করা হয়। আর বাস্তুশাস্ত্র মত বলছে, বাড়িতে কোন দিক থেকে আলোর প্রবেশ হচ্ছে আর তা কতটা জায়গায় ছড়িয়ে পড়ছে তার ওপরেও নির্ভর করে সংসারে সুখ, সমৃদ্ধি কতটা বৃদ্ধি পাবে।
2/6বাস্তুশাস্ত্র মতে দেখে নেওয়া যাক বাড়িতে টেবিল ল্যাম্প কোনদিকে রাখলে বা টিউবলাইট কোনদিকে রাখলে তা কার্যকরী ফলাফল দেয়। সংসারে আসে সুখের সময়। বাড়িতে ঝগড়া বিবাদ মিটে যেতে শুরু করে। বসার ঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত কোন ঘরে কীভাবে লাইট লাগানো প্রয়োজন জানুন বাস্তুমতে।
3/6টেবিল ল্যাম্প: বসার ঘরে টেবিল ল্যাম্প দক্ষিণ দিকে রাখলে তা খুবই কার্যকরি ফলাফল দেয়। অনেকেই বাড়ির দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালে লাইট লাগানোর কথা বলেন। তবে বলা হয়, প্রদীপের আলো হোক বা টেবিল ল্যাম্প তা পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে রাখলে তা শুভ ফল দেয়। বসার ঘরে এভাবে টেবিল ল্যাম্প রাখারও পরামর্শ দিচ্ছেন অনেকে।
4/6বেডরুমে কোথায় রাখবেন আলো: বেডরুমে যে জায়গায় দম্পতির ছবি একসঙ্গে রয়েছে সেখানে কোনও ছোট ল্যাম্প বা আলো রাখলে বৈবাহিক সম্পর্ক আরও মধুর হতে পারে বলে মনে করছেন একাধিক বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ। বেডরুমে আলো লাগাতে পারেন দক্ষিণ পূর্ব দিকে। প্রতীকী ছবি। (ছবি-ফেসবুক)
5/6কেরিয়ারের উন্নতিতে বাস্তুটিপস: কেরিয়ারের দিক থেকে যদি উন্নতি চান তাহলে বাড়িতে বৈদ্যুতিক আলো লাগিয়ে নিন দক্ষিণ দিকে। এছাড়াও কেরিয়ারের উন্নতিতে দক্ষিণ পূর্ব দিকে আলো লাগানো খুবই ফলদায়ী।
6/6ঠাকুর ঘরে কোন আলো: ঠাকুর ঘরে সাদা আলো লাগালে তা সংসারে সমৃদ্ধি বাড়িয়ে দেয় বলে বিশ্বাস বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের। এমনকি সদর দরজার উপরেও জোরালো আলো লাগানের পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।