Vastu Tips for placing Rose Petals: বাড়িতে ঝড়ে প... more
Vastu Tips for placing Rose Petals: বাড়িতে ঝড়ে পড়া গোলাপের পাপড়ি কি ফেলে দেন সরিয়ে বাগান থেকে? তাহলে এবার থেকে তা করবেন না। বাড়িতে গোলাপের পাপড়ি জলে রেখে দিন এক বিশেষ পদ্ধতিতে। বাস্তুশাস্ত্র মতে জেনে নিন এর উপকার।
1/5বাড়িতে রঙ বেরঙের গোলাপ গাছ লাগানোই শুধু নয়, বাড়িতে একটি নির্দিষ্ট পাত্রে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েও তা সৌভাগ্যকে ডেকে আনার উপায় হতে পারে। বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, গোলাপের পাপড়ি বিশেষ একটি দিকে বাড়িতে রাখলে ও গোলাপ গাছ বাড়িতে পুঁতলে তা ধন সম্পত্তি, সুখ নিয়ে আসে।
2/5গোলাপ গাছ কোনদিকে পুঁতবেন- বাস্তুশাস্ত্র মতে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে গোলাপ গাছ লাগালে তা উপকার দিতে পারে। এতে বাড়িতে সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো হয়, সঙ্গে সম্পত্তির পরিমাণও বাড়ার সম্ভাবনা বৃদ্ধি করে।
3/5জলে গোলাপের পাপড়ি সমৃদ্ধির জন্য- মূলত, বাস্তুশাস্ত্র মতে ধরে নেওয়া হয়, জল একটি বাড়ির পক্ষে খুবই শুভ বিষয়। আর গোলাপ হল সমৃদ্ধির চিহ্ন। সেই জায়গা থেকে একটি পাত্রে জল রেখে যদি বাড়িতে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে গৃহে ইতিবাচক ফল লাভ হয়। সুখ, সমৃদ্ধি গৃহস্থের দিকে আসতে থাকে।
4/5লাল গোলাপ কোনদিকে- বলা হচ্ছে, লাল রঙের গোলাপ যদি বাড়ির দক্ষিণ দিকে রাখা যায়, তাহলে তা খুবই ভালো ফল দেয়। এতে গোলাপ গাঠচিও দীর্ঘজীবী হয়। পরিবারে আসে সম্মান।
5/5জলে গোলাপ কোনদিকে রাখবেন- বাড়ির সদর দরজার সামনে কিম্বা বাড়ির পূর্ব দিকে, একটি পাত্রে জল রেখে তাতে গোলাপের পাপড়ি রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে সংসারে ইতিবাচক ভাবনা ছড়িয়ে পড়ে। সংসারে আসে সুখ,সমৃদ্ধি। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)