বাংলা নিউজ >
ছবিঘর >
বছর ৪৭-এ রূপের জাদু ছড়াচ্ছেন, দুধ সাদা আনারকলিতে ফেটে পড়ছে করিশ্মার গ্ল্যামার
বছর ৪৭-এ রূপের জাদু ছড়াচ্ছেন, দুধ সাদা আনারকলিতে ফেটে পড়ছে করিশ্মার গ্ল্যামার
Updated: 22 Dec 2021, 03:18 PM IST
লেখক Priyanka Bose
- দুধ সাদা আনারকলি স্যুটে পরে নতুন ছবি শেয়ার করেছেন করিশ্মা কাপুর। ৪৭ বছর বয়সেও যে কোনও অষ্টাদশীকে হার মানাতে পারেন অনায়াসেই।
1/6সদ্য হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর। সাদা আনাারকলি পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। (ছবি ইনস্টাগ্রাম)
2/6দুধ সাদা আনারকলি পোশাকে এম্ব্রয়ডারি কাজ করা। করিশ্মার এই এথেনিক লুক নজর কেড়েছে ফ্য়াশনিস্তাদের।
3/6Neeru's India লেবেলের করিশ্মার এই পোশাক। বছর শেষে ক্রিসমাস পার্টির জন্য অনায়াসে পছন্দ করা যায় এই লুক।
4/6ছোট্ট করে চুল বাঁধা, কপালে ছোট্ট টিপ, কানে দুল, নতুন ছবিতে জ্বলজ্বল করছেন নায়িকা। নব্বইয়ের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি।
5/6করিশ্মার লুকে মুগ্ধ নেটিজেন। ঘনিষ্ঠ বান্ধবী নাতাশা পুনাওয়ালা এবং অমৃতা আরোরা লিখেছেন, ‘চমত্কার’ এবং ‘অসাধারণ’।
6/6৪৭ বছর বয়সেও অভিনেত্রীর রূপের জাদু যে বহাল, তা বলাই যায়।
অন্য গ্যালারিগুলি