1/5ভারতের বিভিন্ন অ্যাপ স্টোরের ৬০০টিরও বেশি অ্যাপকে 'অবৈধ ঋণ অ্যাপ' বলে চিহ্নিত করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের ডিজিটাল ঋণ সম্পর্কিত বিষয়ে ওয়ার্কিং গ্রুপ (WG) এমনটাই জানিয়েছে।ফাইল ছবি : রয়টার্স (MINT_PRINT)
2/5ওয়ার্কিং গ্রুপের রিপোর্টে বলা হয়েছে, এই অ্যাপগুলি প্রতারণা করার জন্য ব্যবহৃত হয়। দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমন বেশ কয়েকটি অ্যাপ স্টোরে এই বেআইনি লোন অ্যাপগুলি রয়েছে। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
3/5রিজার্ভ ব্যাঙ্ক গত ১৩ জানুয়ারি ডিজিটাল ঋণের উপর একটি ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজি) গঠন করে। এর মাধ্যমে নিয়ন্ত্রিত আর্থিক ক্ষেত্রের পাশাপাশি অনিয়ন্ত্রিত ক্ষেত্রেও ডিজিটাল ঋণ সংক্রান্ত কার্যক্রমের পর্যবেক্ষণ করা হয়। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
4/5WG-এর পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ৮০টিরও বেশি অ্যাপ স্টোরে (১ জানুয়ারী ২০২১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত) প্রায় ১,১০০টি ঋণ অ্যাপ উপলব্ধ ছিল। 'মোট এমন লোন অ্যাপের সংখ্যা প্রায় ১,১০০টি। এর মধ্যে অবৈধ লোন অ্যাপের সংখ্যা প্রায় ৬০০টি,' আরবিআই রিপোর্ট যোগ করা হয়েছে। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
5/5বেআইনি ঋণ অ্যাপের প্রধান উদ্বেগ হল, কী তথ্য সংগ্রহ করা হয়, কেন এটি সংগ্রহ করা হয় এবং কীভাবে এর ব্যবহার করা হবে সেই সম্পর্কে স্বচ্ছতা। ব্যবহারকারীদের ঋণ পরিশোধের পরে তাঁদের নিজস্ব ডেটা আপডেট, ট্রান্সফার এবং ডেটা ডিলিট করার কোনও অপশন নেই।ফাইল ছবি : রয়টার্স (MINT_PRINT)