জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের দুটি বিড়ি কারখানা এবং বাড়ি থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকা। বুধবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আনন্দ বিড়ি ও সুতির শিব বিড়ি ফ্যাক্টারিতে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। অভিযান চলে তৃণমূল নেতার বাড়িতেও। এখনও চলছে তল্লাশি।
1/5আজ সকালে আয়কর দফতরের তরফে জানা যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং কারখানা থেকে ১৫ কোটি টাকা টাকা উদ্ধার করা হয়েছে। এই ১৫ কোটি টাকার মধ্যে একটি জায়গা থেকেই ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তল্লাশিতে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে তল্লাশি এখনও চলছে বলে জানা গিয়েছে।
2/5এর আগে গতকাল বেলা ১১টা নাগাদ সামসেরগঞ্জের গোবিন্দপুরে আনন্দ বিড়ি ফ্যাক্টারি ও সিতির বিড়ি ফ্যাক্টিরিতে এক সঙ্গে হানা দেন আয়কর আধিকারিকরা। ঠিক সেই সময় একাধিক চালকলেও হানা দেন তাঁরা। এই আয়কর হানাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতাতেও জাকিরের সঙ্গে জড়িত কিছু জায়গায় হানা দেন আধিকারিকরা।
3/5অভিযান শুরুক আগে বিএসএফ জওয়ান দিয়ে কার্যত ঘিরে ফেলা হয় দুটি ফ্যাক্টারি। এর পর দফায় দফায় কয়েকটি গাড়ি করে আসেন আয়কর বিভাগের আধিকারিকরা। তাঁরা কারখানায় ঢুকে তল্লাশি চালান। তল্লাশির কারণ ঘিরে রহস্য তৈরি হয়েছিল। তবে আজ সকালে জানা যায়, বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত হয়েছে।
4/5আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, তল্লাশি জারি রয়েছে। মুর্শিদাবাদ এবং কলকাতা মিলিয়ে মোট ২৮টি স্থানে তল্লাশি চলছে এখনও। বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্তর বিষয়টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও জানানো হয়েছে। এই আবহে ইডি এই মামলায় যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। জাকিরের বিড়ি কারখানাগুলির নথিপত্র খতিয়ে দেখছেন আধিকারিকরা।
5/5যদিও এই অর্থ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের দাবি, গত ২৩ বছর ধরে তিনি আয়কর দিয়ে আসছেন। তিনি বলেন, 'আমি তদন্তে সাহায্য করেছি। আমি জেলায় সর্বোচ্চ আয়করদাতা।'