১২ এপ্রিল এএফসি কাপের ম্যাচ। আর সেই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন জুয়ান ফেরান্দো। শুক্রবার ভোরেই শহরে এসেই, বিকেলেই নেমে পড়লেন অনুশীলনে।
1/5শুক্রবার ভোরেই শহরে পা রেখেছেন। আর লম্বা বিমান যাত্রার ক্লান্তি সরিয়ে রেখে বিকেলেই এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
2/5কী ভাবে অনুশীলন হবে, প্রস্তুতি কী ভাবে এগোবে, সেই রুপরেখা বিশ্লেষণ করতে প্রথমে কোচিং টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করন ফেরান্দো।
3/5এর পরেই বৈঠক করেন ফুটবলারদের সঙ্গে। আইএসএলে মনের মতো ফল হয়নি। সেই আক্ষেপ মেটাতে এএফসি কাপেই নিজেদের উজাড় করে দিতে চান হুগো বৌমাসরা।
4/5১২ এপ্রিল যুবভারতীতে এএফসি কাপের ম্যাচ। সেই ম্যাচে কোন টিম প্রতিপক্ষ হবে, সেটা এখনও জানা নেই এটিকে মোহনবাগানের।
5/5৫ এপ্রিল নেপালের মাচিন্দা এফসি বনাম শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি ম্যাচে যারা জিতবে, তারা হবে সবুজ-মেরুনের প্রতিপক্ষ।