ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে ২২ গজে নামা মানেই প্রত্যাশার পারদ প্রতি সেকেন্ডে নতুন মাত্রা পাওয়া। স্ট্রেট ড্রাইভ,কভার ড্রাইভ, পুল, হুক, লেগ ফ্লিক - তাঁর আস্তিনে সব অস্ত্র মজুদ রয়েছে। অনুর্ধ্ব-১৯ ভারতের হয়ে খেলা শুরু করে ভারতের জাতীয় দলের হয়েও বিরাট একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। একনজরে দেখে নিন টেস্টে বিরাটের সেরা পাঁচ শতরান -
1/5২০১৮ বনাম ইংল্যান্ড,১৪৯ রান : সেবার ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কোহলি ১৪৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু দলের অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার ফলে ম্যাচে হারের মুখ দেখেছিল ভারত। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
2/5২০১৪ বনাম অস্ট্রেলিয়া, ১৪১ রান : এই ইনিংসটি কোহলির কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস বললে কোনও অত্যুক্তি হবে না। অ্যাডিলেডে ৩৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুরলী বিজয়কে সঙ্গে নিয়ে ১৮৫ রানের জুটি গড়েছিলেন কোহলি। বিজয় ৯৯ রানে আউট হলেও কোহলির ব্যক্তিগত ১৪১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন। তবে ম্যাচ জিততে পারেনি ভারত। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
3/5২০১৮ বনাম দক্ষিণ আফ্রিকা, ১৫৩ রান : ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত করেছিল ৩৩৫ রান। ইনিংসের শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়েছিল ভারত। এরপর দলকে লড়াইয়ে ফিরিয়ে ছিলেন বিরাট কোহলি। ওই ম্যাচে কেরিয়ারের ২১ তম সেঞ্চুরির পান কোহলি। করেন ১৫৩ রান। (ফাইল ছবি, সৌজন্য টুইটার)
4/5২০১২ বনাম অস্ট্রেলিয়া, ১১৬ রান :- ২০১২ সালে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের দ্বি-শতরানে ভর করে ৬০৪ রান খাড়া করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের সবাই ব্যর্থ হয়েছিলেন। একমাত্র কোহলি ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। (ফাইল ছবি, সৌজন্য টুইটার)
5/5২০১৫ বনাম শ্রীলঙ্কা, ১০৩ রান : নাটকীয় সেই ম্যাচটি সাক্ষী ছিল একাধিক পট পরিবর্তনের। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ১৮৩ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে প্রথম ইনিংসে কোহলি ও ধাওয়ানের ২২৭ রানের জুটিতে ১৯২ রানের লিড পায় ভারত। ম্যাচটিতে কোহলি তাঁর কেরিয়ারের ১১ তম শতরান করেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা ও চান্ডিমালের এক অসাধারণ ইনিংস ভারতের গ্রাস থেকে ম্যাচটি কেড়ে নেয়। (ফাইল ছবি, সৌজন্য টুইটার)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.