Aus vs Pak- টপ অর্ডারের ব্যর্থতায় জলে গেল রউফের প্রচেষ্টা, দ্বিতীয় টি২০ জিতে সিরিজ পকেটে পুরল অজিরা
Updated: 16 Nov 2024, 05:51 PM ISTটানটান থ্রিলার শেষে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার। সিডনি গ্রাউন্ডে ওডিআই সিরিজ হারের মধুর প্রতিশোধ পাকিস্তানের বিরুদ্ধে নিল অস্ট্রেলিয়া। স্পেন্সর জনসনের ভয়ঙ্কর স্পেলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের টপ অর্ডার। প্রথম ম্যাচে আগেই হেরেছিল অস্ট্রেলিয়া, ফলে এই ম্যাচ হারাল সিরিজও হারল পাকিস্তান।
পরবর্তী ফটো গ্যালারি