অস্ট্রেলিয়া এবারের কুড়ি ওভারের বিশ্বকাপে মোট ১৫টি ক্যাচ ফেলেছে। এই লজ্জার নজিরের ক্ষেত্রে বাকি দলগুলোর চেয়ে তারা অনেকটাই এগিয়ে। এই তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এবং ওমান ফেলেছে ৯টি করে ক্যাচ। আর তালিকার তিনে রয়েছে টিম ইন্ডিয়া। তারা ফেলেছে ৮টি ক্যাচ।
1/5 ২০২৪ বিশ্বকাপে সবচেয়ে বেশি কোন দল ক্যাচ মিস করেছে জানেন? অন্য কোনও দল নয়- অস্ট্রেলিয়া। নিঃসন্দেহে চমকে যাওয়ার মতোই তথ্য। যে অস্ট্রেলিয়ার ফিটনেস, ফিল্ডিং দক্ষতা এগুলো বিশ্ব ক্রিকেটের উদাহরণ, সেই দলই নাকি এবার সবচেয়ে বেশি ক্যাচ মিস করল! ছবি: এএফপি
2/5 অস্ট্রেলিয়া এবারের কুড়ি ওভারের বিশ্বকাপে মোট ১৫টি ক্যাচ ফেলেছে। এই লজ্জার নজিরের ক্ষেত্রে বাকি দলগুলোর চেয়ে তারা অনেকটাই এগিয়ে। এই তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এবং ওমান ফেলেছে ৯টি করে ক্যাচ। আর তালিকার তিনে রয়েছে টিম ইন্ডিয়া। তারা ফেলেছে ৮টি ক্যাচ। অর্থাৎ লজ্জার নজিরের তালিকায় বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে অজিরা। ছবি: এএনআই
3/5 আরও মজার তথ্য হল, এবার টি২০ বিশ্বকাপে প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছেন অজি অধিনায়ক। তিনি মোট পাঁচটি ক্যাচ ফেলেছেন। এই তালিকায় বাকি তিনটি জায়গাও ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্লেয়াররাই। ৩টি করে ক্যাচ ফেলেছেন ট্র্যাভিস হেড এবং অ্যাডাম জাম্পা। ২টি ক্যাচ ফেলেছেন মার্কাস স্টইনিস।
5/5 সোমবার ভারতের বিরুদ্ধে অজিরা টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। এই সিদ্ধান্তটাই কি বুমেরাং হয়ে গিয়েছে? প্রথমে ব্যাট করতে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মার ৪১ বলে ৯২ রানের সুবাদে ৫ উইকেটে ২০৫ রান করে ভারত। সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৮১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ট্র্যাভিস হেড ৪৩ বলে ৭৬ করলেও, দলকে জেতাতে পারেননি।