অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে আটে আট অজিদের! ভারতকে হারিয়ে গোলাপি বলে রাজত্ব কায়েম কামিনসদের…১৩টার মধ্যে ১২টাতেই জয়…
Updated: 08 Dec 2024, 03:43 PM ISTঅস্ট্রেলিয়া দল অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে হারানোর পর এই নিয়ে ১৩টি পিঙ্ক বল টেস্টের মধ্যে ১২টিতেই জেতার নজির গড়ল। অ্যাডিলেডে ৮টি দিন রাতের টেস্ট খেলে প্রত্যেকটিতেই জিতেছে অজিরা। এর মধ্যে একটি ম্যাচে ইনিংসে, তিনটি ম্যাচে ১০০র বেশি মার্জিনে এবং তিনটি ম্যাচে ৭-এর বেশি উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
পরবর্তী ফটো গ্যালারি