শেষ যাত্রায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড নিঃশব্দেই বিদায় জানিয়েছিল ডিন জোন্সকে। এবার এমসিজিতে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া প্রয়াত প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকারকে বিশেষ শ্রদ্ধা জানায়।
1/6ম্যাচের মাঝে জোন্সের স্ত্রী ও মেয়েরা মাঠে নেমে শ্রদ্ধা জানান তাঁদের প্রিয়জনকে। সঙ্গে ছিলেন কিংবদন্তি অ্যালান বর্ডার।
2/6সাদার্ন স্ট্যান্ড প্রান্তের স্টাম্পের উপর জোন্সের ব্যাগি গ্রিন, কোকাবুরা ব্যাট ও সানগ্রাস রেখে দেন জোন্সের স্ত্রী ও কন্যারা।