ODIর পর T20 সিরিজ জয়! মহিলা অ্যাসেজ জিতল অজিরা! অধিনায়ক বলছেন, ‘এবার টার্গেট ১৬-০’
Updated: 23 Jan 2025, 06:45 PM ISTইংল্যান্ডকে দ্বিতীয় টি২০ ম্যাচে ডিএলএস মেথডে ৬ রানে হারিয়ে টি২০ সিরিজও পকেটে পুড়ে নিল অস্ট্রেলিয়া মহিলা দল। সেই সঙ্গে সঙ্গেই ওডিআই এবং টি২০ সিরিজে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ জয়ের সৌজন্যে এবারের অ্যাসেজ সিরিজও তাঁরা দুই ম্যাচ বাকি থাকতে জিতে নিল। এরপর একটি T20 ম্যাচ ও একটি টেস্ট হবে দুই দলের মধ্যে
পরবর্তী ফটো গ্যালারি