মহিলাদের অ্যাসেজের T20 সিরিজেও ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অজিরা! এগিয়ে ১২-০, বাকি রয়েছে সম্মানরক্ষার টেস্ট
Updated: 25 Jan 2025, 09:30 PM ISTমহিলাদের অ্যাসেজ সিরিজের টি২০তেও ৩-০তেই জিতল অস্ট্রেলিয়া। আগেই অ্যাসেজ সিরিজ জিতে নিয়েছিল অজিরা। অপেক্ষা ছিল দেখার, ইংল্যান্ড দল সিমিত ওভারের ফরম্যাটে একটি ম্যাচেও জিততে পারে কিনা। কিন্তু না, হেদার নাইটদের দল তেমন ভালো পারফরমেন্স করে দেখাতে পারলেন না ম্যাকগ্রাথদের বিপক্ষে , বরং হতাশই করলেন।
পরবর্তী ফটো গ্যালারি