Axis Bank FD Rate: একাধিক ব্যাঙ্কের পথে হেঁটে এবার স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির পর থেকেই দেশের বহু ব্যাঙ্ক নিজেদের সুদের হার সংশোধন করছে। একদিকে যেখানে ঋণের সুদের হার বাড়ানো হচ্ছে অপরদিকে আমানতকারীদের আরও বেশি করে ব্যাঙ্কে টাকা রাখতে আগ্রহী করতে ফিক্সড ডিপোজিট, রেকারিংয়ের মতো স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়ানো হচ্ছে।
1/10নয় মাসের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য নতুন রেট ইতিমধ্যেই কার্যকর করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। মেয়াদের উপর নির্ভর করে অ্যাক্সিস ব্যাঙ্ক ১০ থেকে ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে ফিক্সড ডিপোজিটের সুদের হার। বয়স্ক ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত ০.৫০ শতাংশ পাবেন। (Bloomberg)
2/10অ্যাক্সিস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের নয়া সুদের হার ১২ মে থেকে কার্যকর করেছে। ব্যাঙ্কের একটি বিজ্ঞপ্তি অনুসারে ২ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই নয়া সুদের হার প্রযোজ্য হবে৷
3/10৭ দিন থেকে ২৯ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট: এমনিতে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ২.৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা ২.৫ শতাংশ হারে সুদ পাবেন।
4/10৩০ দিন থেকে ৩ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ হারে সুদ প্রদান করবে বেসরকারি ব্যাঙ্কটি। প্রবীণ নাগরিকরা ৩ শতাংশ হারে সুদ পাবেন।
5/10৩ মাস থেকে ৬ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট: ৩.৫ শতাংশ হারে সুদ মিলবে। প্রবীণ নাগরিকদের অবশ্য ৩.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
6/10৬ মাস থেকে ৯ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট: এক্ষেত্রে সুদের হার ৪.৪ শতাংশ। প্রবীণ নাগরিকদের ৪.৬৫ শতাংশ হারে সুদ প্রদান করবে অ্যাক্সিস ব্যাঙ্ক।
7/10৯ মাস থেকে ১ বছর কমের মেয়াদের ফিক্সড ডিপোজিট: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
8/10১ বছর থেকে ১৫ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৫.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫.৯ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
9/10১৫ মাস থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৫.৩ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫.৯৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
10/10২ বছর থেকে ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৫.৬ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৬.২৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।