সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে চমকে দিয়েছেন যাঁরা, এমন পাঁচজন ক্রিকেটারের ব্যক্তিগত পারফর্ম্যান্সে চোখ রাখা যাক। দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকা।
1/5বাবর আজম: ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩০৩ রান সংগ্রহ করেছেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে সবথেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়েছেন বাবর। স্ট্রাইক রেট ১২৬.২৫। হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। তাঁর ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে অপরাজিত ৬৮, ৯, ৫১, ৭০, ৬৬ ও ৩৯ রানের।
2/5ডেভিড ওয়ার্নার: ৭ ম্যাচে ৪৮.১৬ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ রান করেছেন ওয়ার্নার। স্ট্রাইক রেট ১৪৬.৭০। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড। অজি তারকার ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে ১৪, ৬৫, ১, ১৮, অপরাজিত ৮৯, ৪৯ ও ৫৩ রানের।
3/5মহম্মদ রিজওয়ান: ৬ ম্যাচে ৭০.২৫ গড়ে ২৮১ রান সংগ্রহ করেছেন পাক উইকেটকিপার-ব্যাটসম্যান। টুর্নামেন্টে সবথেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন রিজওয়ান। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। তাঁর ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে অপরাজিত ৭৯, ৩৩, ৮, অপরাজিত ৭৯, ১৫ ও ৬৭ রানের।
4/5জোস বাটলার: ৬ ম্যাচে ৮৯.৬৬ গড়ে ২৬৯ রান সংগ্রহ করেছেন ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১৫১.১২। টুর্নামেন্টের একমাত্র শতরানটি এসেছে তাঁর ব্যাট থেকেই। এছাড়া ১টি হাফ-সেঞ্চুরি করেছেন বাটলার। তাঁর ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে অপরাজিত ২৪, ১৮, অপরাজিত ৭১, অপরাজিত ১০১, ২৬ ও ২৯ রানের।
5/5চরিথ আসালঙ্কা: ৬ ম্যাচে ৪৬.২০ গড়ে ২৩১ রান সংগ্রহ করেছেন শ্রীলঙ্কান তারকা। স্ট্রাইক রেট ১৪৭.১৩। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। তাঁর ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে ৬, অপরাজিত ৮০, ৩৫, ২১, ২১ ও ৬৮ রানের।