২০শে মে প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছে ‘বেবি ডল’ গায়িকা কণিকা কাপুর।
1/7ফের একবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। চলতি মাসের শুরুতেই শোনা গিয়েছিল এই গুঞ্জন। এনআরআই বিজনেসম্যানের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড কাঁপানো এই গায়িকা। এবার জানা গেল কণিকা-গৌতমের বিয়ের দিনক্ষণ।
2/7ইটিটাইমস-এর তরফে জানানো হয়েছে আগামী ২০শে মে লন্ডনে বসবে কণিকার বিয়ের আসর। পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই গাঁটছড়া বাঁধবেন দুজনে।
3/7আপাতত বিয়ের শপিং-এ ব্যস্ত কণিকা। নিজের ও নিজের তিন সন্তানের জন্য জমিয়ে শপিং করছেন তিনি। মায়ের বিয়ে নিয়ে দারুণ এক্সাইটেড কণিকার ছেলেমেয়েরাও।
4/7১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সময় কণিকার বয়স ছিল খুবই কম। রাজ ও কণিকার তিন সন্তান। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। দেশে ফিরে এরপর বলিউডে কেরিয়ার শুরু করেন কণিকা।
5/7‘বেবি ডল’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পান কণিকা কাপুর। বলিউডে তাঁর হিট গানের সংখ্যা অগুণতি। ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ শ্রোতাদের অজস্র জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
6/7কেরিয়ার, সংসার, সন্তান- সব একা হাতে সামলেছেন কণিকা। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। বিয়ের প্রসঙ্গে গায়িকার কাছে প্রশ্ন রেখে মেসেজ করা হয়েছিল সংবাদমাধ্যমের তরফে।
7/7জবাবে জোর হাতের ইমোজি পাঠিয়েছেন কণিকা। তাই বিয়ের খবর যে পাকা তা নিশ্চিত। এখন শুধু কনের সাজে কণিকাকে দেখবার অপেক্ষা।