আগামিকাল বক্রি হচ্ছেন শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি বক্রি অবস্থায় থাকলে বিভিন্ন রাশির জাতকদের সমস্যার মুখে পড়তে হয়। বিভিন্ন ক্ষেত্রে কষ্টের মুখে পড়তে হয় ওই রাশির জাতকদের। কোন কোন রাশির জাতকদের সমস্যার মুখে পড়তে হবে, তা জেনে নিন -
1/6আজ বক্রি হচ্ছেন শনি। ১৪১ দিন বক্রি অবস্থায় থাকবেন। আগামী ২৩ অক্টোবর মার্গী হবেন শনি। অর্থাৎ যে রাশির জাতকদের জীবনে সংকট বাড়ল, তাঁরা ২৩ অক্টোবর মুক্তি পাবেন। (ছবিটি প্রতীকী)
2/6মেষ রাশি- শনি বক্রি হওয়ার ফলে মেষ রাশির জাতকরা সমস্যার মুখে পড়তে পারেন। আপাতত কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি। অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। অর্থহানির যোগ আছে। অর্থ সংক্রান্ত বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিবাহিত জীবনে সমস্যার মুখে পড়তে পারেন।
3/6কর্কট রাশি- কর্কট রাশির উপর শনির ঢাইয়া চলছে। কর্কট রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। যে কোনও কাজ বিগড়ে যেতে পারে। আর্থিক অবস্থা পালটে যেতে পারে। গাড়ির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
4/6মকর রাশি- মকর রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি চলছে। এইসময় অর্থ সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে কথাবার্তার ক্ষেত্রেও। শনি বক্রি হওয়ায় আপনার উপর খারাপ প্রভাব পড়বে। পরিশ্রম কম করতে পারেন। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঝামেলা হতে পারে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।
5/6কুম্ভ রাশি- আপনার রাশিতে গোচর করছেন শনি। গত ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। কুম্ভ রাশিতেই বক্রি থাকবেন শনি। কারও সঙ্গে ঝামেলায় জড়াবেন না। ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। বিয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে।
6/6(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)