1/8প্রেমের আবার বয়স হয় নাকি! এই কথাটা বারে বারে প্রমাণ করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সমাজের কটূক্তি, ট্রোলিংকে উপেক্ষা করে পরস্পরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন এই যুগল। আর নববর্ষটা একসঙ্গে সেলিব্রেট করল এই জুটি। (ছবি-ফেসবুক)
2/8এইবার নববর্ষ একটু বেশি স্পেশ্যাল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে। চৈত্রের শেষেই আদালত তাঁর বিবাহ বিচ্ছেদের আবেদনে মঞ্জুরি দিয়েছে। এখন তিনি স্বাধীন।
3/8পয়লা বৈশাখের দিনে রং মিলিয়েই পোশাক পরলেন দুজনে। কলকাতার প্রাক্তন মেয়রের পরনে আসমানি নীল ধুতি আরা সাদা পঞ্জাবি। অন্যদিকে বৈশাখী দেবী পরেছিলেন আসমানি নীল শাড়ি। (ছবি-ফেসবুক)
4/8আকাশি-সোনালি ভারি সিল্কের শাড়ির সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাজ ছিল এক্কেবারে মানানসই। মাথায় জুঁই ফুলের মালা, গলায় ঝোলা হার, কপাল ভর্তি সিঁদুর। এই সিঁদুর যে শোভন বন্দ্যোপাধ্যায়ের নামের তা বলে দিতে হবে না! (ছবি-ফেসবুক)
5/8নতুন বছরের প্রথম দিন লেক কালী বাড়িতে পুজো দিতে গিয়েছিলেন দুজনে। সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে মহুল। বৈশাখী দেবী ও তাঁর প্রাক্তন স্বামী মনোজিতের একমাত্র কন্যা সে।
6/8শোভন-বৈশাখীর সঙ্গেই থাকে মহুল। এদিন রং মিলিয়ে পোশাক পরতে দেখা গেল তাঁকেও। পুুজোর পর্ব মেটবার পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মায়ের বাড়িতে হাজির হয়েছিলেন তিনজনে।
7/8নববর্ষের সেলিব্রেশনের এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে ফেসবুকের দেওয়ালে শেয়ার করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি-ফেসবুক)
8/8আর ক্যাপশনে লিখেছেন, 'সোহাগে আদরে'। অর্থাৎ, ভালবাসায় ভরপুর প্রতিটা দিন কাটছে দুজনের তা নতুন করে বলে দিতে হবে না। (ছবি-ফেসবুক)