বৈশাখীর শাড়ির কালেকশনের কথা জানতে পারলে চোখ ছানাবড়া হবে আপনার। শোভন-বান্ধবী ফাঁস করলেন নিজের শাড়ির কালেকশন।
1/5পাঞ্জাবিতে শোভন আর ম্যাচিং শাড়িতে বৈশাখি, এই ছবি এখন গেঁথে গিয়েছে সকলের চোখে। বৈশাখী নিজেই স্বীকার করে নেন তিনি শাড়ি পাগল। সেই ছোটবেলায় মা-কে দেখে এই শখের শুরু। এখন তো বাড়িতে শাড়ি নিয়ে রমরমা কাণ্ড!
2/5বৈশাখীর বাড়িতে শাড়ির ছড়াছড়ি। শাড়ির মোট সংখ্যা নিজেও জানেন না। শুধু হিসেব কষে বলতে পারলেন বাড়িতে ১৬খানা আলমারি। যার মধ্যে দেড়টা শোভনের। চারখানা মেয়ের। বাকি সাড়ে ১০খানা তাঁর।
3/5যদিও এসবই নতুন শাড়ি। তারপর একবার পরা হয়ে গেলে চলে যায় ধুতে। সেখান থেকে ড্রাই ওয়াশ করিয়ে চলে যায় বৈশাখীর আরেকটা বাড়িতে। সঙ্গে তিনি জানান, নিজের সংগ্রহে রয়েছে দু' লাখ টাকার শাড়িও।
4/5মায়ের দেখাদেখি এখন শাড়ি পরে বৈশাখীর খুদে কন্যাও। দশমী আর অষ্টমীতে শাড়ি সে পরবেই। এখন মেয়ের জন্য অর্ডার দিয়ে শাড়ি বানান বৈশাখী।
5/5বৈশাখীর চোখে সবচেয়ে সুন্দর পোশাক শাড়ি। চেহারা তন্বী হোক বা ভারি-- শাড়িতে সুন্দর সব নারীই!