বাংলা নিউজ > ছবিঘর > Ballygunge By Election 2022: চার মাসে বালিগঞ্জে CPIM-র ভোট বাড়ল ২১%, বাবুলের ধাক্কায় ২২% কমে গেল তৃণমূলের?

Ballygunge By Election 2022: চার মাসে বালিগঞ্জে CPIM-র ভোট বাড়ল ২১%, বাবুলের ধাক্কায় ২২% কমে গেল তৃণমূলের?

জয় আসছে বালিগঞ্জ উপ-নির্বাচনে। তবে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী (যাবতীয় তথ্য নির্বাচন কমিশন অনুযায়ী), সেই জয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের গলায় কাঁটা হয়ে বিঁধছে ভোটের হার। গত বছরের বিধানসভা ভোট এবং কলকাতা পুরনিগমের থেকে তৃণমূলের ভোট অনেকটা কমে গিয়েছে।